জাপানের রাজধানী টোকিও বিশাল শহরটি কয়েক ভাগে বিভক্ত। সিনাগাওয়া একটি অংশ। সিনাগাওয়ার তাকানাওয়া মিনাতো এলাকাটায় আন্তর্জাতিক চেইন হোটেল, পৃথিবীর সব বড় বড় হোটেলের শাখা এই এলাকায়। ৩০ তলা, ৪০ তলা, ৫০ তলা উঁচু ভবন রয়েছে। এখানেই বিভিন্ন হোটেলে উঠেছেন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে খেলতে আসা অ্যাথলেটরা। প্রিন্স হোটেলে অ্যাথলেট, কোচ, কর্মকর্তারে পদচারণায় গিজ গিজ করছে।
হোটেল লবিতে সবার ভিড়। সবাই... বিস্তারিত