হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা

2 hours ago 1
কক্সবাজারে কটেজ জোন এলাকা ও হোটেলে অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ। বুধবার (০৩ সেপ্টেম্বর) রাতে এ অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ জন তরুণ-তরুণীকে আটক করা হয়। অভিযানে গিয়ে দেখা যায়, এসব অনৈতিক কার্যকলাপ চলা কটেজ-হোটেলে রয়েছে গোপন সুড়ঙ্গ। যেগুলো কখনো কখনো লুকিয়ে থাকার জন্য আবার অনৈতিক কাজেও ব্যবহার করা হয়। কিছু সুড়ঙ্গ আবার পালানোর জন্য তৈরি করা। এ ছাড়া খাটের নিচেও লুকিয়ে থাকার ব্যবস্থা ছিল। অভিযানে খাটের নিচ থেকেও একাধিক তরুণ-তরুণীকে বের করা হয়। ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের পর্যটন জোনের কলাতলী এলাকায় কয়েকটি কটেজ ও হোটেলকে ঘিরে দীর্ঘদিন ধরে পর্যটকদের ব্ল্যাকমেইল, জিম্মি এবং নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এ কারণে পর্যটন শহরের দুর্নাম হচ্ছে। তাই এ অভিযান চালানো হয়েছে। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সম্প্রতি কটেজ জোনে ছিনতাই ও হত্যাকাণ্ডসহ নানা অপরাধ ঘটেছে। এছাড়াও এখানে পর্যটকরা নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পেয়েছি। অনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। কটেজ জোন অপরাধমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, কটেজ জোনকে ঘিরে দীর্ঘদিন ধরে অপরাধ চক্র সক্রিয় থাকায় পর্যটনের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। নিয়মিত অভিযান পরিচালনা করলে এ ধরনের কর্মকাণ্ড অনেকটাই হ্রাস পাবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
Read Entire Article