নোয়াখালীর মাইজদীতে হোটেলের ভেতর মাদক ব্যবসার অপরাধে মো. রুবেল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে মাইজদী-চৌমুহনী প্রধান সড়কের বড় মসজিদ মোড় সংলগ্ন গ্র্যান্ড হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. রুবেল সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হুগলি গ্রামের ভোলা হাজি বাড়ির বাচ্চু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুম রানার নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে আসামি রুবেলকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে দুই প্যাকেটে ৪০০ ইয়াবা জব্দ করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম বলেন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। গোপনে নজরদারি করে মাদক ব্যবসায়ীদের আটকের নির্দেশ দেওয়া হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস