হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে যা করবেন ও করবেন না

  বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বর্তমানে হোয়াটসঅ্যাপ শুধু একটি মেসেজিং অ্যাপ নয়, বরং আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগত চ্যাট, ছবি-ভিডিও, গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে অনলাইন পেমেন্ট সবকিছুই এখন হোয়াটসঅ্যাপের ওপর নির্ভরশীল। ঠিক এই কারণেই স্ক্যামার ও হ্যাকারদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে এই জনপ্রিয় অ্যাপটি। সামান্য অসতর্কতায় আপনার গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে অপরাধীদের হাতে, যার ক্ষতি হতে পারে মারাত্মক। তাই আগেভাগেই জেনে নেওয়া জরুরি কীভাবে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন। ১. রেজিস্ট্রেশন কোড ও পিন গোপন রাখুনহোয়াটসঅ্যাপের রেজিস্ট্রেশন কোড বা টু-স্টেপ ভেরিফিকেশন পিন কখনোই কারো সঙ্গে শেয়ার করবেন না। এই তথ্য হাতে পেলেই সহজেই আপনার অ্যাকাউন্ট দখল নিতে পারে স্ক্যামাররা। ২. ছদ্মবেশী প্রতারণা থেকে সাবধানস্ক্যামাররা অনেক সময় ডেলিভারি এজেন্ট, পরিচিত বন্ধু বা সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে ফোন বা মেসেজ করতে পারে। বিশ্বাস করে কখনোই পাসওয়ার্ড, ওটিপি বা পিন জানাবেন না। ৩. টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখুনটু-স্টেপ ভেরিফিকে

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে যা করবেন ও করবেন না

 

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বর্তমানে হোয়াটসঅ্যাপ শুধু একটি মেসেজিং অ্যাপ নয়, বরং আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগত চ্যাট, ছবি-ভিডিও, গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে অনলাইন পেমেন্ট সবকিছুই এখন হোয়াটসঅ্যাপের ওপর নির্ভরশীল।

ঠিক এই কারণেই স্ক্যামার ও হ্যাকারদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে এই জনপ্রিয় অ্যাপটি। সামান্য অসতর্কতায় আপনার গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে অপরাধীদের হাতে, যার ক্ষতি হতে পারে মারাত্মক। তাই আগেভাগেই জেনে নেওয়া জরুরি কীভাবে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন।

১. রেজিস্ট্রেশন কোড ও পিন গোপন রাখুন
হোয়াটসঅ্যাপের রেজিস্ট্রেশন কোড বা টু-স্টেপ ভেরিফিকেশন পিন কখনোই কারো সঙ্গে শেয়ার করবেন না। এই তথ্য হাতে পেলেই সহজেই আপনার অ্যাকাউন্ট দখল নিতে পারে স্ক্যামাররা।

২. ছদ্মবেশী প্রতারণা থেকে সাবধান
স্ক্যামাররা অনেক সময় ডেলিভারি এজেন্ট, পরিচিত বন্ধু বা সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে ফোন বা মেসেজ করতে পারে। বিশ্বাস করে কখনোই পাসওয়ার্ড, ওটিপি বা পিন জানাবেন না।

৩. টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন
টু-স্টেপ ভেরিফিকেশন আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত সুরক্ষা স্তর যোগ করে। কেউ পাসওয়ার্ড জেনে গেলেও এই নিরাপত্তা ব্যবস্থার কারণে অ্যাকাউন্টে ঢুকতে পারবে না।

৪. অ্যাপ লক ও চ্যাট লক ব্যবহার করুন
আপনার ফোনে অ্যাপ লক ও হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার চালু রাখুন, যাতে অন্য কেউ সহজে আপনার ব্যক্তিগত কথোপকথন দেখতে না পারে।

৫. লিঙ্কড ডিভাইস নিয়মিত পরীক্ষা করুন
হোয়াটসঅ্যাপের সঙ্গে কোন কোন ডিভাইস সংযুক্ত আছে তা নিয়মিত দেখুন। সন্দেহজনক বা অচেনা কোনো ডিভাইস দেখলে সঙ্গে সঙ্গে লগ আউট করুন।

৬. অপরিচিত লিঙ্ক ও ফাইল এড়িয়ে চলুন
অচেনা নম্বর বা ই-মেইল থেকে আসা লিঙ্ক কিংবা অ্যাটাচমেন্ট খুলবেন না। এতে আপনার ফোনে ম্যালওয়্যার ঢুকে পড়তে পারে।

৭. সতর্কবার্তা পেলেই দ্রুত ব্যবস্থা নিন
যদি হোয়াটসঅ্যাপ থেকে এমন কোনো নোটিফিকেশন আসে যে আপনার নম্বর নতুন কোনো ডিভাইসে রেজিস্টার হয়েছে, তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। কারণ সামান্য অবহেলাই আপনাকে বড় ধরনের বিপদের মুখে ফেলতে পারে।

আরও পড়ুন
অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?
হোয়াটসঅ্যাপ কল, চ্যাট ও এআই অভিজ্ঞতায় আসছে বড় পরিবর্তন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow