হোস্টেল থেকে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

5 months ago 56

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি ছাত্র হোস্টেল থেকে মো. সাফায়েত হোসেন ইউসা (১৯) নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাফায়েত বি এফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সাফায়েত ফেনী সদর থানার দুলাল খান বাড়ি রোডের শাহাদাত হোসেনের ছেলে। বর্তমানে জিগাতলা মনেশ্বর রোড টেককেয়ার হোম ৫/১/বি নম্বর বাসার ষষ্ঠ তলায় থাকতেন।

সোমবার (২৬ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব অর রশিদ বলেন, আমরা খবর পেয়ে হাজারীবাগের মনেশ্বর রোডে অবস্থিত টেক-কেয়ার হোম ছাত্র হোস্টেলে যাই। হোস্টেলের ষষ্ঠতলার একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

সহকর্মীদের বরাত দিয়ে তিনি বলেন, সাফায়েত বি এফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাফায়েতের খালা নাহিদা ইসলাম বলেন, সাফায়েত বি এফ শাহীন কলেজে ইন্টারমিডিয়েটের ছাত্র ছিল। সে জিগাতলায় (টেক-কেয়ার হোম) ছাত্র হোস্টেলে থাকতো। কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি আমরা বলতে পারবো না।

কাজী আল-আমিন/এমএএইচ/এএসএম

Read Entire Article