হোয়াইটওয়াশ এড়াতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ

5 months ago 136

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। লক্ষ্য একটাই— বাংলাদেশকে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ নিশ্চিত করা।

বাংলাদেশ দলে আজও নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। ইতিমধ্যেই সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে টাইগাররা। তাই আজকের ম্যাচটিই তাদের জন্য সম্মান রক্ষার শেষ সুযোগ। অন্যদিকে, পাকিস্তান আত্মবিশ্বাসে টগবগ করছে। ঘরের মাঠে দারুণ ফর্মে থাকা দলটি আজ চাইছে দুর্দান্ত এক পরিসংখ্যানের মাধ্যমে সিরিজ শেষ করতে।

একাদশে পরিবর্তন

আজকের ম্যাচে উভয় দলই কিছু পরিবর্তন এনেছে একাদশে।

পাকিস্তান একাদশ:

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নবাজ, সালমান আগা (অধিনায়ক), শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, হাসান আলি, আব্রার আহমেদ।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, খালেদ আহমেদ।

হেড-টু-হেড পরিসংখ্যান

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২১ বার। যার মধ্যে ১৮ ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান, আর বাংলাদেশ জিতেছে মাত্র ৩টি।

এই মুহূর্তে দুই দলের পারফরম্যান্সেও রয়েছে বিপরীতধর্মী চিত্র। বাংলাদেশ টানা তিন ম্যাচ হারের বৃত্তে ঘুরছে, অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হেরে ফেরা পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছে জ্বলে ওঠা জয় দিয়ে। দ্বিতীয় ম্যাচে তাদের ৫৭ রানের দাপুটে জয়ে উজ্জ্বল হয়ে উঠেছে আত্মবিশ্বাস।

আজকের ম্যাচ শুধু একটি ফর্মালিটি নয়—এটি বাংলাদেশের জন্য একটি পরীক্ষার মঞ্চ। পারে কি তারা হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে? নাকি পাকিস্তান হাসবে পূর্ণ দখলের হাসি? উত্তর মিলবে রাতের লড়াইয়ে।

Read Entire Article