হোয়াইটওয়াশ এড়াতে পারবে তো বাংলাদেশ?

3 months ago 54
পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। আজ রোববার (০১ জুন) রাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে তামিম-লিটনরা। লক্ষ্য একটাই—হোয়াইটওয়াশ এড়ানো এবং কিছুটা হলেও সম্মান রক্ষা। প্রথম দুই ম্যাচেই ব্যাটে-বলে ছন্নছাড়া পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ধস, বোলিংয়ে ধারহীনতা—সব মিলিয়ে পাকিস্তানের দাপটে কোণঠাসা টাইগাররা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ সিরিজের শেষ ম্যাচে কিছু পরিবর্তন আসতে পারে একাদশে, কারণ দল ঘুরে দাঁড়াতে মরিয়া। অন্যদিকে, দারুণ ফর্মে থাকা পাকিস্তান চাইবে হোয়াইটওয়াশ নিশ্চিত করে আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী সিরিজে পা রাখতে। অধিনায়ক সালমান আগার নেতৃত্বে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলছে স্বাগতিকরা। বিশেষ করে হাসান আলী ও আবরার আহমেদের পেস আক্রমণ সামলাতে ভুগছে বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশ দলও জানে, আজ হারলে হোয়াইটওয়াশ শুধু পরিসংখ্যানেই নয়, মনোবলেও প্রভাব ফেলবে। সামনে শ্রীলঙ্কা সিরিজ, সেখানে যাওয়ার আগে আত্মবিশ্বাস ধরে রাখতে আজকের ম্যাচ জেতা অত্যন্ত জরুরি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। শেষ হাসি কে হাসে—সম্মান রক্ষা না পূর্ণ দখল, অপেক্ষা আর কিছুক্ষণের।
Read Entire Article