হোয়াটসঅ্যাপে আসছে ‘ফেভারিটস চ্যাট ফিল্টার’ সুবিধা

4 months ago 53

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ অ্যাপ বদলে যাচ্ছে। মেটা সাইটটিতে নানান পরিবর্তন আনতে চলেছে। এরই মধ্যে একাধিক নতুন ডিজাইন যুক্ত হয়েছে সাইটটিতে। হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘ফেভারিটস চ্যাট ফিল্টার’। হোয়াটসঅ্যাপের সব মাধ্যমে ‘চ্যাট ফিল্টার’ ফিচার আগেই চালু হয়েছে। এবার আসতে চলেছে ‘ফেভারিটস চ্যাট ফিল্টার’।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহারে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো করতে চালু হতে যাচ্ছে নতুন ফিচার। একজন ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপে থাকা ‘ফেভারিটস চ্যাট’ এর ক্ষেত্রে আসছে ফিল্টার অপশন। এর ফলে পছন্দের যেসব ব্যবহারকারীর সঙ্গে আপনি চ্যাট করতে চান তাদের সহজেই খুঁজে পাবেন হোয়াটসঅ্যাপে।

এখন এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। খুব তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষার জন্য সেসব ব্যবহারকারীদের কাছে এই ফিচারের পরিষেবা পৌঁছে যাবে যারা এরই মধ্যে গুগল প্লে বিটা প্রোগ্রামে নিজেদের নাম রেজিস্টার করেছেন।

আরও পড়ুন

আপাতত হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার অপশনে যুক্ত রয়েছে আনরেড, গ্রুপ এবং অল- এই তিনটি বিভাগ। নতুন ‘ফেভারিটস চ্যাট ফিল্টার’ চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সহজেই অ্যাপের মধ্যে তাদের ফেভারিট চ্যাটগুলো খুঁজে পাবেন।

পাশাপাশি শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা আরও একটি ফিচার কাজ করছে। ওই ফিচারের সাহায্যে নির্দিষ্ট চ্যাটের মধ্যে না পড়া মেসেজগুলো খুঁজে পেতে সুবিধা হবে ব্যবহারকারীদের। এছাড়াও আসতে চলেছে গ্রুপ ফিল্টার অপশন। এই ফিচার নির্দিষ্ট গ্রুপের ক্ষেত্রে আনরেড বা না পড়া মেসেজ খুঁজে বের করতে সুবিধা দেবে ব্যবহারকারীদের।

হোয়াটসঅ্যাপের এই ফেভারিটস চ্যাট ফিল্টার দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৪.১২.৭ ভার্সনে। এই ফিচারের সাহায্যে একজন ইউজার তার হোয়াটসঅ্যাপে থাকা সেই সব চ্যাট বা ব্যক্তিকে আলাদা করতে পারবেন যাদের সঙ্গে সবচেয়ে বেশি কথা হয়। এরপর সেইসব চ্যাটকে যুক্ত করা যাবে ‘ফেভারিটিস’ চ্যাট ফিল্টার অপশনে। এর ফলে হোয়াটসঅ্যাপে থাকা সব কনট্যাক্টের মধ্যে থেকে রোজের প্রয়োজনীয় কনট্যাক্টগুলো খুঁজে পেতে সুবিধা হবে ’ দের। ফলে তাদের অভিজ্ঞতাও ভালো হবে।

আরও পড়ুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জিকেএস

Read Entire Article