হোয়াটসঅ্যাপে এআই ভয়েস মেসেজিং ফিচার যুক্ত হচ্ছে

1 month ago 17

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বিশ্বের কয়েকশ কোটি মানুষ। ব্যবহারকারীদের
হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার যুক্ত করছে। এরই ধারাবাহিকতায়
প্রযুক্তির সবচেয়ে বড় আবিষ্কার এআইও যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ খুললেই চোখে পড়ছে মেটা এআই। অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাজানো এই চ্যাটবট নিয়ে তুঙ্গে
চর্চা সামাজিক মাধ্যমগুলিতে। ইউজারদের নানা প্রশ্নের জবাব দেওয়া থেকে শুরু করে মনের মতো ছবি বানানো,
সবই এখন করছে এআই। এবার সেই তালিকায় আরও এক নতুন সুবিধা যোগ করছে মেটা। মেটা এআই-এ এবার
পাওয়া যাবে ভয়েস মেসেজের সুবিধা।

অনেকদিন ধরেই হোয়াটসঅ্যাপে আছে ভয়েস মেসেজিংয়ের ফিচার। টেক্সট করার পাশাপাশি ভয়েস মেসেজও
পাঠান সবাই। এবার তেমনই একটি ফিচার যুক্ত হতে চলেছে মেটা এআই-এ। কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে কিছু
জানতে চাইলে আর বড় করে টেক্সট লিখতে হবে না, শুধু ভয়েস মেসেজ পাঠালেই পেয়ে যাবেন উত্তর।

মেটা এআই চ্যাটবটে যুক্ত হবে ভয়েস মেসেজের অপশন। এই সুবিধাটি ইউজারদের কাজ আরও সহজ করে দেবে
বলে মনে করছে কোম্পানি। বিশেষ করে সঠিক প্রম্প্ট লেখার ঝামেলা থেকে মুক্তি দেবে তাদের। আশা করা
হচ্ছে, ভয়েস মেসেজিং যুক্ত হওয়ার ফলে মেটা এআইয়ের কার্যক্ষমতা আগের থেকে আরও ভালো হবে।

বর্তমানে যে মাল্টিমডেল ফাংশানে কাজ করে মেটা এআই, তা আরও সম্প্রসারণ হবে। টেক্সটের থেকে যারা
ভয়েস মেসেজিংকে বেশি প্রাধান্য দেন তাদের জন্য সুবিধা হবে। তবে টেক্সট বা প্রম্প্ট দেওয়ার অপশনও
আগের মতোই থাকবে। এই ফিচারটি এলে, দ্রুত যে কোনো বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারবেন ব্যবহারকারীরা।

ফিচারটি এই মুহূর্তে বিটা ভার্সনে পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। যা শেষ হলে শিগগির সবাই ব্যবহার করতে
পারবেন বলেই আশা করা যাচ্ছে। তবে এখন সি ফিচার শুধু হোয়াটসঅ্যাপেই পাওয়া যাবে। এরপর ধীরে ধীরে মেটা
তার সব প্ল্যাটফর্মেই এটি যুক্ত করবে বলেই মনে করা হচ্ছে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জিকেএস

Read Entire Article