হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না বুঝবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে প্রিয় কারও সঙ্গে হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে গেলে মাথায় প্রথমেই যে চিন্তাটা আসে ‘আমাকে কি ব্লক করে দিল?’ সত্যি বলতে, হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছে কি না তা নির্দিষ্টভাবে জানার কোনো সরাসরি উপায় নেই। তবে কিছু শক্ত ইঙ্গিত আছে, যেগুলো মিললে মোটামুটি নিশ্চিত হওয়া যায়। চলুন সহজ ভাষায় সেই লক্ষণগুলো দেখে নিই। ‘লাস্ট সিন’ বা ‘অনলাইন’ দেখা যাবে না ব্লক করা থাকলে সেই ব্যক্তির লাস্ট সিন, অনলাইন বা মেসেজ সিন কিছুই দেখতে পারবেন না। তবে মনে রাখতে হবে, অনেকেই ব্যক্তিগত গোপনীয়তার জন্য এগুলো অফ করে রাখেন, তাই একে একা ব্লক হওয়ার প্রমাণ বলা যায় না। প্রোফাইল ছবি হঠাৎ গায়েব আগে তার প্রোফাইল ছবি দেখা যেত, এখন আর দেখা যাচ্ছে না—এটি ব্লক হওয়ার সাধারণ লক্ষণ। তবে হতে পারে তিনি শুধু ‘My Contacts’ এ সেট করেছেন এবং আপনার নম্বরটি সেভ নেই। পাঠানো মেসেজে শুধু একটি টিক থাকবে সাধারণত WhatsApp-এ মেসেজ গেলে দুটি টিক দেখা যায়—একটি পাঠানোর, আরেকটি পৌঁছানোর। কিন্তু আপনাকে ব্লক করা হলে মেসেজে সবসময় একটি টিক-ই থাকবে। দিন পার হলেও দ্বিতীয় টিক আসবে না। ভয়েস/ভিডিও কল রিং হবে না ব্লক করা হলে আপনার কল তার কাছে একদমই র

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না বুঝবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে প্রিয় কারও সঙ্গে হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে গেলে মাথায় প্রথমেই যে চিন্তাটা আসে ‘আমাকে কি ব্লক করে দিল?’ সত্যি বলতে, হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছে কি না তা নির্দিষ্টভাবে জানার কোনো সরাসরি উপায় নেই। তবে কিছু শক্ত ইঙ্গিত আছে, যেগুলো মিললে মোটামুটি নিশ্চিত হওয়া যায়। চলুন সহজ ভাষায় সেই লক্ষণগুলো দেখে নিই। ‘লাস্ট সিন’ বা ‘অনলাইন’ দেখা যাবে না ব্লক করা থাকলে সেই ব্যক্তির লাস্ট সিন, অনলাইন বা মেসেজ সিন কিছুই দেখতে পারবেন না। তবে মনে রাখতে হবে, অনেকেই ব্যক্তিগত গোপনীয়তার জন্য এগুলো অফ করে রাখেন, তাই একে একা ব্লক হওয়ার প্রমাণ বলা যায় না। প্রোফাইল ছবি হঠাৎ গায়েব আগে তার প্রোফাইল ছবি দেখা যেত, এখন আর দেখা যাচ্ছে না—এটি ব্লক হওয়ার সাধারণ লক্ষণ। তবে হতে পারে তিনি শুধু ‘My Contacts’ এ সেট করেছেন এবং আপনার নম্বরটি সেভ নেই। পাঠানো মেসেজে শুধু একটি টিক থাকবে সাধারণত WhatsApp-এ মেসেজ গেলে দুটি টিক দেখা যায়—একটি পাঠানোর, আরেকটি পৌঁছানোর। কিন্তু আপনাকে ব্লক করা হলে মেসেজে সবসময় একটি টিক-ই থাকবে। দিন পার হলেও দ্বিতীয় টিক আসবে না। ভয়েস/ভিডিও কল রিং হবে না ব্লক করা হলে আপনার কল তার কাছে একদমই রিং করবে না। আপনার ফোনে শুধু Calling… দেখাবে, কিন্তু কখনোই Ringing-এ যাবে না। তার স্ট্যাটাস দেখতে পাবেন না ব্লক করা থাকলে তার কোনো স্ট্যাটাসই আপনি দেখতে পারবেন না। একইভাবে, আপনি স্ট্যাটাস দিলে সেও দেখতে পাবে না। গ্রুপে অ্যাড করতে গেলে এরর দেখাবে (সবচেয়ে নিশ্চিত পদ্ধতি) এটি প্রায় নিশ্চিত প্রমাণ। আপনি যদি তাকে কোনো গ্রুপে যোগ করতে চান এবং দেখায়— Couldn’t add. You are not allowed to add this contact. তাহলে ধরে নিতে পারেন, আপনাকে ব্লক করা হয়েছে। একটি লক্ষণ দেখেই সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। নেটওয়ার্ক সমস্যা, অ্যাপ বাগ, প্রাইভেসি সেটিং বা নম্বর সেভ না থাকা—এসব কারণেও একই রকম পরিস্থিতি হতে পারে। তাই কমপক্ষে ৩-৪টি লক্ষণ একসঙ্গে মিললে তবেই ধরে নিতে পারেন আপনি ব্লকড। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow