হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে নতুন ফিচার

1 month ago 22

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত মেসেজ, ছবি, ভিডিও, ফাইল আদান-প্রদান চলছে হোয়াটসঅ্যাপে। প্রতিদিন প্রায় দুশো কোটির বেশি মানুষ ব্যবহার করছেন প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে হোয়াটসঅ্যাপ অসংখ্য ফিচার আনছে।

হোয়াটসঅ্যাপের জনপ্রিয় ফিচার হচ্ছে গ্রুপ চ্যাট, গ্রুপ কল। এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে আসছে নতুন ফিচার। এতদিন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ের ক্ষেত্রে ফোন এলে সন সদস্যের কাছে রিং হত। কিন্তু এবার আর তা হবে না। এবার লিংক থেকেই যুক্ত হওয়া যাবে গ্রুপ কলিংয়ে।

অর্থাৎ গ্রুপ কলিংয়ের জন্য ধরুন আপনি একটি লিংক তৈরি করলেন। সেটায় ক্লিক করেই সদস্যরা গ্রুপ কলিংয়ে যুক্ত হতে পারবেন। ফলে যে কোনঘ সময় চাইলেই আপনি জয়েন করতে পারবেন। ঝামেলাও নেই বললেই চলে। যদিও বছর দুয়েক আগেই কলের ক্ষেত্রে লিংকের ফিচার এনেছিল। তবে আপডেটের ফিচারে ব্যবহারকারীরাই লিংক তৈরি ও তা গ্রুপে শেয়ার করতে পারবেন।

শুধু গ্রুপ কলেই নয় ভিডিও কলেও যুক্ত হয়েছে নতুন ফিচার। শোনা যাচ্ছে, সংস্থা নিয়ে আসছে অগমেন্টেড রিয়ালিটি তথা এআই ফিল্টার। যার সাহায্যে স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের মজা নিতে পারবেন ইউজাররা। তারা ভিডিও কল চলাকালীন নিজেদের মুখে এআর ফিল্টার লাগাতে পারবেন। নানা ধরনের এফেক্টসও বেছে নেওয়ার সুযোগ থাকছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জেআইএম

Read Entire Article