স্টেডিয়ামের আলো ঝলমলে পরিবেশ, হাজারো দর্শকের চোখে অপেক্ষার উত্তেজনা। হঠাৎ নীরবতা নেমে আসে, সবাই তাকিয়ে থাকে বৃত্তের ভেতর দাঁড়ানো তরুণ কানাডিয়ান অ্যাথলেটের দিকে। মুহূর্ত পরেই দেহের সমস্ত শক্তি ও ছন্দ মিলিয়ে ছুটে যায় ইস্পাতের গোলক আর তা উড়ে যায় এমন এক দূরত্বে, যা গত দুই দশক কেউ ছুঁতে পারেনি। তারপর গর্জে ওঠে টোকিওর আকাশ, কারণ সেই মুহূর্তে জন্ম নেয় নতুন ইতিহাস।
অ্যাথলিটিকসে হ্যামার থ্রোতে যেন... বিস্তারিত