১ ডিসেম্বর পর্যন্ত ভূমির আংশিক সেবা বন্ধ 

2 hours ago 4

ভূমি সেবায় যুক্ত হওয়া পাঁচটি সফটওয়্যার কার্যক্রম পরিচালনার জন্য ভূমির আংশিক সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। স্বাভাবিক ভূমিসেবা কার্যক্রমের সাময়িক অসুবিধার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আগামী ১ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত অনলাইনে প্রচলিত এবং ই-মিউটেশন সিস্টেম, ই-পর্চা সিস্টেম এবং ভূমি উন্নয়ন কর সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ভূমিসেবা সংশ্লিষ্ট ৪টি সফটওয়্যার (মিউটেশন সিস্টেম, ভূমি উন্নয়ন কর সিস্টেম, ডিজিটাল রেকর্ড ও ম্যাপ ব্যবস্থাপনা সিস্টেম, ভূমি প্রশাসনিক ব্যবস্থাপনা সিস্টেম) এবং নব-সৃষ্ট ১টি সফটওয়্যার (ল্যান্ড সার্ভিস গেটওয়ে)-এর দেশব্যাপী প্রচলন ও ব্যবহারের প্রাথমিক কার্যক্রম শুরু হবে। আগামী ১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

Read Entire Article