১০ দিন ধরে চার কিলোমিটার জটে আটকা নৌ-যান

4 weeks ago 18

সুনামগঞ্জের তারিপুরের পাটলাই নদীতে মালামাল বোঝাই নৌকার চাপে সষ্টি হয়েছে দীর্ঘ চার কিলোমিটার যানজট। টানা ১০ দিন ধরে এমন চিত্র দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের ব্যবসায়ীরা।  ব্যবসায়ীরা জানান, তাহিরপুর উপজেলার বড়ছড়া-চারাগাঁও-বাগলী শুল্ক স্টেশন থেকে নদীপথে দেশের বিভিন্ন ইটভাটায় কয়লা পাঠানো হয়। একই পথে সিমেন্ট ফ্যাক্টরিতে যায় চুনাপাথর। এসব পণ্য সরবরাহে ব্যবহৃত হয় সহস্রাধিক ইঞ্জিনচালিত নৌকা। মূলত... বিস্তারিত

Read Entire Article