১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলাম মঙ্গলবার

3 months ago 215

১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার নিলামে ১০ বছর মেয়াদি ৩ হাজার ৫০০ কোটি টাকার অভিহিত মূল্যের বন্ড ইস্যু করা হবে। এ বন্ডে বার্ষিক ‘কাট-অফ ইয়েল্ড’ হারে কুপন বা মুনাফা নির্ধারণ করা হবে, যা ষাণ্মাষিক ভিত্তিতে পরিশোধযোগ্য।

এ নিলামে শুধু বাংলাদেশ ব্যাংক কর্তৃক মনোনীত প্রাইমারি ডিলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও নিজেদের গ্রাহক বা ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক তাদের পক্ষে প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড জমা দিতে পারবে।

নিলামে অংশ নিতে হলে প্রতি ১০০ টাকার অভিহিত মূল্যের বন্ডের জন্য কাঙ্ক্ষিত দর ও পরিমাণ উল্লেখ করে বিড জমা দিতে হবে। বিড গ্রহণ চলবে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, যা বাংলাদেশ ব্যাংকের এফএমআই প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পন্ন হবে।

বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি সাপেক্ষে ‘সিলড কভার’ পদ্ধতিতেও বিড জমা দেওয়ার সুযোগ থাকবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রাইমারি ডিলারসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এরইমধ্যে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ইএআর/এসএনআর/জেআইএম

Read Entire Article