১০০০ কোটি পার করেছে ‘পুষ্পা-২’, জানুয়ারিতে দর্শকদের জন্য সুসংবাদ

3 hours ago 2

 

দক্ষিণী সিনেমা ‘পুষ্পা-২’ মাত্র ১৬ দিনে ভারতে ১০০০ কোটির ক্লাব অতিক্রম করেছে। চলচ্চিত্র বিশেষজ্ঞরা জানাচ্ছে, ‘পুষ্পা-২’ ঝড় সহজে কমছে না। এদিকে সিনেমাটির ব্যবসা বৃদ্ধি পেলেও, হায়দারাবাদের প্রিমিয়ারে পদপিষ্ট ঘটনার বিপদ থেকে এখনো মুক্তি পাননি আল্লু অর্জুন। তার নাম চলছে মামলা। ঠিক এরই মাঝে গুঞ্জন ছড়িয়েছে, ‘পুষ্পা-২’ সিনেমাটি নাকি মুক্তির একমাস না হতেই ওটিটিতে দেখা যাচ্ছে।

একটি সূত্র বলছে, ‘পুষ্পা-২’ প্রযোজক চাইছেন, সিনেমা হলের সঙ্গে সঙ্গে ওটিটিতেও ব্যবসা বৃদ্ধি করতে। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুষ্পা টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই ওটিটিতে ‘পুষ্পা-২’ মুক্তি দেওয়া হচ্ছে না। সিনেমা মুক্তির ৫৬ দিন না হলে কোনোভাবেই এ সিনেমা ওটিটিতে আনা যাবে না।

আরও পড়ুন:

মামলার কারণে আল্লু অর্জুন এক রাত জেলে ছিলেন। আর এতেই ঝড়ের গতিতে বেড়েছে ‘পুষ্পা-২: দ্য রুল’ সিনেমার আয়। বিশেষ করে ভারতের প্রেক্ষাগৃহে উপচেপড়া দর্শক দেখা যাচ্ছে। সারাবিশ্বের আয়ের বিচারে আগেই হাজার কোটি রুপির ক্লাব ছাড়িয়েছে দক্ষিণী সিনেমা। এবার দেশে ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। শুধুমাত্র হিন্দি ভাষায় সিনেমার আয় ৫০০ কোটি ছাড়িয়েছে।

এমএমএফ/জেআইএম

Read Entire Article