১১ বলে ৬ করে ফিরলেন অধিনায়ক লিটন

2 months ago 12

অফফর্ম থেকে বেরই হতে পারছেন না লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে এক ওয়ানডেতে সুযোগ পেয়ে ফিরেছিলেন শূন্য করে। এবার অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১১ বলে ৬ করে ফিরেছেন তিনি।

লঙ্কান স্পিনার জেফ্রে ভেন্ডারসের বলে এলবিডব্লিউ হয়েছেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮.২ ওভারে ২ উইকেটে ৬৬ রান। ইমন ৩৮ আর নাইম শেখ শূন্য রানে অপরাজিত আছেন।

পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের ব্যাটে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। যদিও ইনিংসের পঞ্চম ওভারে আউট হয়ে গেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু ইমন মারকুটে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন।

তামিম ১৭ বলে খেলেন ১৬ রানের ধীর ইনিংস। নুয়ান তুষারার লো ফুলটসে মিডউইকেটে ক্যাচ তুলে দেন তানজিদ তামিম। ৪৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবু ৫.১ ওভারে ৫০ ছোঁয় টাইগাররা।

এমএমআর/জেআইএম

Read Entire Article