ফেনীতে ১১ লাখ ৪০ হাজার টাকার ইয়াবাসহ রোহিঙ্গা এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে সদর থানাধীন গোবিন্দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ফেনী সদর থানাধীন গোবিন্দপুর এলাকা থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ একজন পেশাদার নারী মাদক কারবারি চট্টগ্রাম-বরিশালগামী বলেশ্বর বাসযোগে যাত্রীবেশে চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশে মাদক পরিবহন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়িটির জন্য অপেক্ষা করতে থাকে।
চেকপোষ্ট চলাকালে গাড়িটি ওই স্থানে পৌঁছালে বাসের সুপারভাইজার, স্টাফ ও বাসে থাকা যাত্রীদের সহায়তায় বাসে তল্লাশিকালে অভিযুক্ত জহুরা বেগম (৪২) নামে পেশাদার ওই রোহিঙ্গা নারীকে তার কাছে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে ফেনী র্যাব ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান কালবেলাকে বলেন, আটক নারী একজন রোহিঙ্গা। সে পেশাদার মাদক ব্যবসায়ী। আটককৃত নারীকে ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে।

3 hours ago
2







English (US) ·