১১৭ ধাপ পেছানো ম্যাকলসফিল্ডের কাছে হারলো শিরোপাধারী প্যালেস

বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে মৌসুমের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে নন-লিগ ম্যাকলসফিল্ড। প্যালেসকে ২-১ ব্যবধানে এফএ কাপের চতুর্থ রাউন্ডে চলে গেছে ম্যাকলসফিল্ড। প্রথম ও দ্বিতীয়ার্ধে একটি করে গোল করেন অধিনায়ক পল ডসন ও আইজ্যাক বাকলি-রিকেটস। ওয়েন রুনির ছোট ভাই জন রুনির অধীনে খেলা ম্যাকলসফিল্ড ইংল্যান্ডের ফুটবল পিরামিডে ১১৭ ধাপ ওপরে থাকা প্রিমিয়ার লিগের দল প্যালেসকে হতবাক করে দিয়েছে। লুক ডাফির নেওয়া বাঁকানো ফ্রি-কিক থেকে হেড করে গোল করেন ডসন। ৪৩ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যাকলসফিল্ড। ৬০ মিনিটে বাকলি-রিকেটস দারুণ শারীরিক ভঙ্গিতে শট নিয়ে প্যালেস গোলকিপার ওয়াল্টার বেনিতেজকে ভুল পথে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন। ৯০ মিনিটে প্যালেসের দুর্দান্ত ফ্রি-কিকে এক গোল শোধ করেন ইয়েরেমি পিনো। ফলে শঙ্কা তৈরি হয় যোগ করা সময়ে। তবে শেষ পর্যন্ত জয় ধরে রাখে ম্যাকলসফিল্ড। এই জয়ের মাধ্যমে ১৯০৮–০৯ মৌসুমের পর প্রথমবার কোনো নন-লিগ দল এফএ কাপের বর্তমান শিরোপাধারীকে বিদায় করলো। উল্লেখ্য, সেই মৌসুমে ক্রিস্টাল প্যালেসই উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়েছিল। তৃতীয় রাউন্ডে শেষবার শিরোপাধারী দল বিদায় নিয়েছিল ২০১৮

১১৭ ধাপ পেছানো ম্যাকলসফিল্ডের কাছে হারলো শিরোপাধারী প্যালেস

বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে মৌসুমের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে নন-লিগ ম্যাকলসফিল্ড। প্যালেসকে ২-১ ব্যবধানে এফএ কাপের চতুর্থ রাউন্ডে চলে গেছে ম্যাকলসফিল্ড।

প্রথম ও দ্বিতীয়ার্ধে একটি করে গোল করেন অধিনায়ক পল ডসন ও আইজ্যাক বাকলি-রিকেটস। ওয়েন রুনির ছোট ভাই জন রুনির অধীনে খেলা ম্যাকলসফিল্ড ইংল্যান্ডের ফুটবল পিরামিডে ১১৭ ধাপ ওপরে থাকা প্রিমিয়ার লিগের দল প্যালেসকে হতবাক করে দিয়েছে।

লুক ডাফির নেওয়া বাঁকানো ফ্রি-কিক থেকে হেড করে গোল করেন ডসন। ৪৩ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যাকলসফিল্ড। ৬০ মিনিটে বাকলি-রিকেটস দারুণ শারীরিক ভঙ্গিতে শট নিয়ে প্যালেস গোলকিপার ওয়াল্টার বেনিতেজকে ভুল পথে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন।

৯০ মিনিটে প্যালেসের দুর্দান্ত ফ্রি-কিকে এক গোল শোধ করেন ইয়েরেমি পিনো। ফলে শঙ্কা তৈরি হয় যোগ করা সময়ে। তবে শেষ পর্যন্ত জয় ধরে রাখে ম্যাকলসফিল্ড।

এই জয়ের মাধ্যমে ১৯০৮–০৯ মৌসুমের পর প্রথমবার কোনো নন-লিগ দল এফএ কাপের বর্তমান শিরোপাধারীকে বিদায় করলো। উল্লেখ্য, সেই মৌসুমে ক্রিস্টাল প্যালেসই উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়েছিল। তৃতীয় রাউন্ডে শেষবার শিরোপাধারী দল বিদায় নিয়েছিল ২০১৮ সালে, আর্সেনাল।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow