১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দবস্তা গ্রামের বাসিন্দা ১২০ বছর বয়সি বৃদ্ধা মমতাজ বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। শুক্রবার (৯ জানুয়ারি) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মমতাজ বেগমের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সাক্ষাৎকালে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মমতাজ বেগমের দৈনন্দিন জীবনযাপন, স্বাস্থ্য পরিস্থিতি ও স্মৃতিচারণার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, ‘মমতাজ বেগম আমাদের সমাজের জীবন্ত ইতিহাস। তার দীর্ঘ জীবন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।’ এ সময় মমতাজ বেগম তার জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং সবার জন্য দোয়া করেন। উপস্থিত স্থানীয়রা জানান, এমন সৌজন্য সাক্ষাৎ বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে। সাক্ষাৎ শেষে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বয়োজ্যেষ্ঠদের কল্যাণে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দবস্তা গ্রামের বাসিন্দা ১২০ বছর বয়সি বৃদ্ধা মমতাজ বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শুক্রবার (৯ জানুয়ারি) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মমতাজ বেগমের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সাক্ষাৎকালে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মমতাজ বেগমের দৈনন্দিন জীবনযাপন, স্বাস্থ্য পরিস্থিতি ও স্মৃতিচারণার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, ‘মমতাজ বেগম আমাদের সমাজের জীবন্ত ইতিহাস। তার দীর্ঘ জীবন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।’
এ সময় মমতাজ বেগম তার জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং সবার জন্য দোয়া করেন।
উপস্থিত স্থানীয়রা জানান, এমন সৌজন্য সাক্ষাৎ বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে।
সাক্ষাৎ শেষে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বয়োজ্যেষ্ঠদের কল্যাণে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
What's Your Reaction?