সবকিছুরই শেষ আছে—এই কথা যেন বিশ্বাস করেন না রাম সিং গড়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মেকানীছড়া চা বাগানের প্রান্তে, গাছগাছালি আর পাখির কূজনে ঘেরা ছোট্ট এক কুড়েঘরে বসেই শতক পার করা এই মানুষটির জীবনের গল্প যেন সময়কে হার মানায়।
বুধবার (৬ আগস্ট) ছিল রাম সিং গড়ের ১২০তম জন্মদিন—কমপক্ষে জাতীয় পরিচয়পত্র তাই বলে। তবে তিনি নিজে বলেন, 'আইডি কার্ডে বয়স কম লেখা, আসল বয়স ১৩৬ বছর।'
দীর্ঘ এই... বিস্তারিত