১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদীখান ও শ্রীনগর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে সিরাজদীখানের কেয়াইন ইউনিয়নের নিমতলা রেলওয়ে স্টেশনসংলগ্ন মডার্ন গ্রিন সিটির সামনে পূর্বাশা পরিবনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বাসের সুপারভাইজার তারেক (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। এ ছাড়া বাসের অন্তত ৭ জন যাত্রী আহত হন। এদিকে একইদিন সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হন। নিহতরা হলেন—মতিউর রহমান (৫০) ও সোহেল রানা (৫০)। তাদের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, নিহতদের মরদেহ হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন হেফাজতে নেওয়া
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদীখান ও শ্রীনগর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে সিরাজদীখানের কেয়াইন ইউনিয়নের নিমতলা রেলওয়ে স্টেশনসংলগ্ন মডার্ন গ্রিন সিটির সামনে পূর্বাশা পরিবনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এ ঘটনায় বাসের সুপারভাইজার তারেক (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। এ ছাড়া বাসের অন্তত ৭ জন যাত্রী আহত হন।
এদিকে একইদিন সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হন।
নিহতরা হলেন—মতিউর রহমান (৫০) ও সোহেল রানা (৫০)। তাদের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।
এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, নিহতদের মরদেহ হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?