১৩ ছক্কায় টি-টোয়েন্টিতে অষ্টম সেঞ্চুরি ম্যাক্সওয়েলের

2 months ago 5

দলকে মনমত নিজের পারফরম্যান্স উপহার দিতে পারছেন না- এই অনুশোচনা থেকেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে মাত্র কয়েকদিন আগেই বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু টি-টোয়েন্টিতে তিনি ঠিকই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) মঙ্গলবার ৪৮ বলে ঝোড়ো এক সেঞ্চুরি করেন তিনি।

এ নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ম সেঞ্চুরির দেখা পেলেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। ওয়াশিংটন ফ্রিডমের হয়ে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিপক্ষে ৪৯ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন তিনি। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে ৯৫ রানে অলআউট করে দিয়ে ওয়াশিংটন ফ্রিডম ম্যাচটি জিতে নেয় ১১৩ রানের বিশাল ব্যবধানে।

অকল্যান্ড কলিসিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ওয়াশিংটন ফ্রিডম। শুরুর দিকে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। ৪ উইকেট হারিয়ে ৬৮ রানের মাথায় মাঠে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। নেমেই ঝড় তোলেন ম্যাক্সি।

১৩টি ছক্কার মার মারেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স বোলারদের তুলোধুনো করে ম্যাক্সওয়েল উইকেটের চারদিকে ছক্কা হাঁকাতে থাকেন। বাউন্ডারি হাঁকান মাত্র ২টি।

তিন ম্যাচে এটা ওয়াশিংটন ডিসির দ্বিতীয় জয়। তারা রয়েছে তিন নম্বর স্থানে। অনস্যদিকে লস অ্যঞ্জেলেস নাইট রাইডার্স তিন ম্যাচের তিনটিতেই হেরে রয়েছ ৫ম স্থানে। রান রেটে এগিয়ে থাকায় শেষ দল হতে হয়নি তাদেরকে।

আইএইচএস/

Read Entire Article