১৩ বারের চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে বাংলাদেশ

2 months ago 8

প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটসালের বাছাইয়ে খেলবে বাংলাদেশ। আগামী বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাই হবে এ বছর সেপ্টেম্বরে। বৃহস্পতিবার হয়েছে বাছাইয়ের গ্রুপিং। বাংলাদেশ পড়েছে 'জি' গ্রুপে। ফুটসালে বাংলাদেশের অভিষেক আসরেই খেলতে হবে ইরানের বিপক্ষে। ইরান এশিয়ান ফুটসালে ১৩ বার চ্যাম্পিয়ন।

অন্য দুই প্রতিপক্ষের একটি আরব আমিরাত ও অন্যটি গ্রুপের আয়োজক মালয়েশিয়া। এশিয়ান কাপের বাছাইয়ে অংশ নিচ্ছে ৩১টি দেশ। ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে দেশগুলো। ৮ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা ৭ রানার্সআপ উঠবে চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্বের আয়োজক ইন্দোনেশিয়া খেলবে সরাসরি।

১৯৯৯ সাল থেকে হয়ে আসছে এই প্রতিযোগিতা। প্রথম আসরের চ্যাম্পিয়ন ইরান সর্বশেষ আসরেও সেরা হয়েছিল। মোট ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ১৭ বার হওয়া এই টুর্নামেন্টে বাকি চারবার চ্যাম্পিয়ন জাপান।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ও ভুটান খেলছে না। ভারত পড়েছে 'এ' গ্রুপে, পাকিস্তান 'ডি' গ্রুপে এবং মালদ্বীপ 'এইচ' গ্রুপে।

আরআই/আইএইচএস/

Read Entire Article