১৪ কেন্দ্রের ফল ঘোষণা; ভিপি পদে এগিয়ে আছে ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী
১৪টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ১৬৭৩ ভোট পেয়ে এগিয়ে আছে ছাত্রদলের এ কে এম রাকিব এবং ১৪২৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল। অন্যদিকে জিএস ও এজিসে এখনো একক আধিপত্য ধরে রেখেছি শিবির সমর্থিত প্যানেল। সর্বমোট ৩৯ কেন্দ্রের মধ্যে প্রকাশিত ১৪ কেন্দ্রের জকসু নির্বাচনের ফলাফল- ★সহ-সভাপতি : মো: রিয়াজুল ইসলাম - ১৪২৪ ( শিবির) একেএম রাকিব- ১৬৭৩ (ছাত্রদল সমর্থিত) ★সাধারণ সম্পাদক : আব্দুল আলিম আরিফ- ১৫৮৭ (শিবির) খাদিজাতুল কুবরা- ৭৯৩ (ছাত্রদল) ★সহসাধারণ সম্পাদক : মাসুদ রানা- ১৪৬৬ (শিবির) বিএম আতিকুর তানজিল- ১৩৩৭ (ছাত্রদল) প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।
১৪টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ১৬৭৩ ভোট পেয়ে এগিয়ে আছে ছাত্রদলের এ কে এম রাকিব এবং ১৪২৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল। অন্যদিকে জিএস ও এজিসে এখনো একক আধিপত্য ধরে রেখেছি শিবির সমর্থিত প্যানেল।
সর্বমোট ৩৯ কেন্দ্রের মধ্যে প্রকাশিত ১৪ কেন্দ্রের জকসু নির্বাচনের ফলাফল-
★সহ-সভাপতি :
মো: রিয়াজুল ইসলাম - ১৪২৪ ( শিবির) একেএম রাকিব- ১৬৭৩ (ছাত্রদল সমর্থিত)
★সাধারণ সম্পাদক :
আব্দুল আলিম আরিফ- ১৫৮৭ (শিবির) খাদিজাতুল কুবরা- ৭৯৩ (ছাত্রদল)
★সহসাধারণ সম্পাদক :
মাসুদ রানা- ১৪৬৬ (শিবির) বিএম আতিকুর তানজিল- ১৩৩৭ (ছাত্রদল)
প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?