৬৪ থেকে ৭৮—এই ১৪ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ লণ্ডভণ্ড করেন হ্যারি কেইন। তিনবার বল জালে পাঠিয়ে করেন হ্যাটট্রিক। এতেই বড় জয়ে নতুন মৌসুম শুরু করেছে বায়ার্ন মিউনিখ। ১৯৭১ সালের পর এত অল্প সময়ে মৌসুমের প্রথম ম্যাচে কেউ তিন গোল করেননি। সে বছর ১৪ আগস্ট শালকের কিংবদন্তি ক্লাউস ফিশার হ্যানোভারের বিপক্ষে চার গোল করেছিলেন, যার মধ্যে শেষ তিনটি গোল এসেছিল মাত্র ১২ মিনিটে।
কেইনের হ্যাটট্রিকে আরবি... বিস্তারিত