১৫ ঘণ্টার ব্যবধানে পূর্বাচলের লেকে মিললো দুই শিক্ষার্থীর মরদেহ

4 weeks ago 18

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের লেক থেকে সুজানা নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের ১৫ ঘণ্টার ব্যবধানে তার সফরসঙ্গী কাব্য নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকার ৩০০ ফিট সড়ক সংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাব্য রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণি এবং সুজানা ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা উভয়েই রাজধানীর কাফরুল এলাকার বাসিন্দা। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে তারা একসঙ্গে মোটরসাইকেলযোগে পূর্বাচলে ঘুরতে এসেছিল।

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) একই লেক থেকে সুজানার (১৮) মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতদের পরিবারের বরাত দিয়ে নারায়ণঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সুজানা ও কাব্য পরস্পর বন্ধু। ১৬ ডিসেম্বর রাতে মোটরসাইকেল নিয়ে তারা ঘুরতে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। মঙ্গলবার সুজানার মরদেহ মিললেও নিখোঁজ ছিল কাব্য। বুধবার সকালে একই লেকের অন্যপাশ থেকে কাব্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের ওভার স্পিডের কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর বোঝা যাবে এটা দুর্ঘটনা নাকি হত্যা। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

এসআর/জেআইএম

Read Entire Article