উৎসব মানেই চারপাশে তারকা খচিত সব আয়োজন। ঈদ হলে তো সেই আয়োজনে যোগ হয় বাড়তি মাত্রা। বরাবরের মতো এবারের ঈদেও সেই আয়োজনে সবচেয়ে এগিয়ে রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। জমকালো সব তারকাখচিত আয়োজন রয়েছে এই ব্যানারে। এবার মোট ১৫টি বিশেষ নাটকে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় সব টিভি তারকারা। যার মধ্যে রয়েছেন মেহজাবীন চৌধুরী, জোভান, তটিনী, তৌসিফ, নীহা, মুশফিক আর ফারহান, সাদিয়া আয়মান, মীর রাব্বি, কেয়া পায়েল,... বিস্তারিত