১৫০ প্রজাতির ফুল নিয়ে গুরুদয়াল কলেজে উৎসব

1 day ago 3

১৫০ প্রজাতির ফুল গাছ নিয়ে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে অনুষ্ঠিত হচ্ছে ‘ফুল উৎসব’। রঙ-বেরঙের বিভিন্ন জাতের ফুলে সেজে উঠেছে কলেজ প্রাঙ্গণ। ভ্রমরের পাশাপাশি ফুলের গন্ধে মাতোয়ারা ক্যাম্পাসে আসা সবাই।

বুধবার (৫ ফেব্রুয়ারি) উৎসবের আয়োজন করা হয়। গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষক পরিষদের সহযোগিতায় ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ‘কৃষ্ণচূড়া’ নামে একটি সংগঠন উৎসবের আয়োজন করে।

১৫০ প্রজাতির ফুল নিয়ে গুরুদয়াল কলেজে ফুল উৎসব

সরেজমিনে দেখা গেছে, সবুজ ক্যাম্পাসে ইট-পাথরে গড়া ভবনের সামনে দ্যুতি ছড়াচ্ছে রঙ-বেরঙের বাহারি ফুল। হৃদয়কাড়া ফুলের মন মাতানো সৌরভ আর স্নিগ্ধতায় মুগ্ধ সবাই।

এ উৎসবে গোলাপ, রঙ্গন, জবা, বেলি, টগর, হাসনাহেনা, মৌচান্ডাল, কামিনী, ক্রিসমাস, চামেলি, কলসীলতা, গাঁদা, সুজা, জুঁইসহ নানা জাতের ফুল দেখা যায়। সব মিলিয়ে প্রায় দেড় শতাধিক ধরনের ফুল গাছ টপে রেখে উৎসবে আয়োজন করা হয়।

ক্যাম্পাসে ঘুরতে আসা নওশীন আনজুম রাফিয়া বলেন, দ্বিতীয়বারের মতো উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এই উৎসবের আয়োজন করেছে। এখানে প্রায় ১৫০ প্রজাতির ফুল আছে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন এবং ডিপার্টমেন্টের যারা ভর্তি হবেন তারা এটা দেখে শিখবে।

উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টের শিক্ষার্থী মইনুল ইসলাম সানি ও সাইফুল তারেক রবিন বলেন, আমরা আশপাশে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাই। এরমধ্যে কিছু ফুল সম্পর্কে জানতে পারি, আর কিছু ফুল আছে যা আমাদের জন্য সম্পূর্ণ নতুন। এখানে আজ ১০০ এর বেশি রকমের ফুল আনা হয়েছে।

১৫০ প্রজাতির ফুল নিয়ে গুরুদয়াল কলেজে ফুল উৎসব

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মিজানুর রহমান বলেন, গাছ সম্পর্কে উৎসাহিত করার জন্যই এই ফুলগুলো দেখানো। আমরা চাচ্ছি নতুন প্রজন্ম যেন গাছ চিনুক। অযত্নে ঘাসে যে ফুলটা হয়ে থাকে তারও গুণাগুণ আছে। সেটাও আমাদের দরকার আছে ওষুধের জন্য। এমনিতেই আমাদের উদ্ভিদের প্রয়োজন অক্সিজেনের জন্য, যার সাফার আমরা করছি।

গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ আ.ন.ম মুস্তাকুর রহমান বলেন, দ্বিতীয়বারের মতো আমরা শীতকালীন ফুল উৎসবের আয়োজন করেছি। ফুল ভালোবাসে না এমন মানুষ কমই পাওয়া যাবে। আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রজাতির ফুলের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। ছেলেমেয়েদের শিখতে হবে কোন ফুলটা কোন গাছে হয়, তার সৌন্দর্য কেমন। সবকিছুই তাদের শিখতে হবে।

এসকে রাসেল/জেডএইচ/জিকেএস

Read Entire Article