এমনটা কেউ ভাবেই নাই, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১৫০০ মিটার পুরুষদের ফাইনালে আলোচনার কেন্দ্রে ছিলেন জশ কের, নিয়েলস লারস, কিংবা ফিরে আসা জেক ওয়াইটম্যান। কিন্তু সব হিসাব-নিকাশ ভেঙে দিয়ে সোনার মুকুট উঠল পর্তুগালের আইজ্যাক নাদেরের মাথায়। এ যেন সিনেমার চিত্রনাট্য। মৌসুমে ডায়মন্ড লিগ জিতেছিলেন, নিয়মিত টপ-ফাইভে থেকেছেন, তবু ফাইনালের আগে খুব কম মানুষই ভেবেছিলেন সোনা তার হাতে যাবে।
ধীরগতির... বিস্তারিত