অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো নাহিদ রানার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার উইকেটের দেখা পেলেন তিনি। ডানহাতি পেসারের কাঙ্ক্ষিত এই উইকেটটি এসেছে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে।
গলে প্রথম টেস্টে ১৯ ওভার বোলিং করে ৯৭ রান খরচা করলেও কোনো উইকেট পাননি নাহিদ। দ্বিতীয় টেস্টে ১২.৫ ওভার পর্যন্তও ছিলেন খালি হাতে।
অবশেষে দ্বিতীয় টেস্টে লঙ্কানদের ইনিংসে নিজের করা ১২তম ওভারের শেষ বলে অবশেষে উইকেট পেলেন নাহিদ। লঙ্কানদের প্রথম ইনিংসের ৮৯তম ওভারের শেষ বলে প্রবাত জয়সুরিয়াকে স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানান তিনি। বলের হিসেবে ৩২ ওভার আর রানের হিসেবে ১৬২ রান খরচের পর এই উইকেটটি পেয়েছেন টাইগার পেসার।
এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ৯১ ওভারের খেলা শেষে ৫ উইকেটে ৩৪২ রান। কামিন্দু মেন্ডিস ২২ আর কুশল মেন্ডিস ২ রানে অপরাজিত। প্রথম ইনিংসে লঙ্কানদের লিড এখন ৯৫ রানের।
আজ শুক্রবার ২ উইকেটে ২৯০ রান নিয়ে কলম্বো টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ১৫ রান যোগ করতেই দিনের প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। অর্থাৎ প্রথম ইনিংসে দলীয় ৩০৫ রানে তৃতীয় উইকেট হারায় ধনাঞ্জয়া ডি সিলভার দল।
দিনের ষষ্ঠ আর ইনিংসের ৮৪তম ওভারের প্রথম বলে নিশাঙ্কাকে এনামুল হক বিজয়ের ক্যাচ বানান বাঁহাতি টাইগার স্পিনার তাইজুল। ২৫৪ বলে ১৫৮ রান (১৯ চারে) করে প্যাভিলিয়নে ফেরত যান লঙ্কান ওপেনার।
তাইজুলের বলে সামনে এগিয়ে এসে পুল করতে চেয়েছিলেন নিশাঙ্কা। কিন্তু ব্যাটে-বলে ভালো সংযোগ না ঘটায় ধরা পড়েন শর্ট কভার অঞ্চলে ফিল্ডিং করা বিজয়ের হাতে।
ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভাকেও সাজঘরের পথ দেখান তাইজুল। ইনিংসের ৮৬তম ওভারের পঞ্চম বলে ডি সিলভাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। আম্পায়ার সরাসরি আঙুল তুলে দিলেও রিভিউ দেন লঙ্কান অধিনায়ক। তাতে অবশ্য কোনো লাভ হয়নি। ডিআরএসে বল স্টাম্পে হিট করায় আউটের সিদ্ধান্ত বহাল রাখেন আম্পায়ার। দলীয় ৩১৩ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলঙ্কা।
এমএইচ/জিকেএস