১৭ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

2 hours ago 3
প্রতিটি দিনই নিয়ে আসে নতুন সম্ভাবনা, আশা, আর কখনো কখনো কিছু সতর্কবার্তা। জীবনের প্রতিটি মুহূর্তে, আকাশের গ্রহ-নক্ষত্রগুলোর চলাচল আমাদের ভাগ্য ও মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে। আজকের রাশিফলে জেনে নিন আপনার দিনটা কেমন যাবে, কোন দিকে রাখবেন বিশেষ নজর, আর কোথায় থেকে পেতে পারেন সাফল্যের ইঙ্গিত। প্রেম, সম্পর্ক, কর্মজীবন, অর্থ ও স্বাস্থ্য—সব দিক জেনে নিন দিনের শুরুতেই। চলুন, দেখে নেওয়া যাক আজকের আকাশের গ্রহ-নক্ষত্ররা কী বলতে চাচ্ছে আপনাকে। মেষ (২১ মার্চ - ১৯ এপ্রিল) আজকের দিনটি আপনাকে কর্মক্ষেত্রে নতুন সুযোগ এনে দিতে পারে। আপনি যেভাবে আপনার কাজের প্রতি একাগ্র থাকেন, তাতে আজ উচ্চপদস্থদের নজরে পড়তে পারেন। পরিবারে কারও সঙ্গে পুরোনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে স্নেহশীলতা ও আন্তরিকতা গুরুত্বপূর্ণ হবে। ভালো সময়: দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শুভ সংখ্যা: ৯   শুভ রঙ: লাল বৃষ (২০ এপ্রিল - ২০ মে) বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আজ অর্থনৈতিকভাবে কিছু ভালো খবর আসতে পারে। পুরোনো কোনো ঋণ মেটাতে পারবেন। ব্যবসায়িক বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে। সংসারে শান্তি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে আজ কিছু দ্বিধা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন। ভালো সময়: সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত। শুভ সংখ্যা: ৬   শুভ রঙ: সবুজ মিথুন (২১ মে - ২০ জুন) আপনার ভাবনাশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা আজ দারুণ কাজ দেবে। যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নিতে পারেন। তবে নতুন বন্ধুত্বে খুব দ্রুত ভরসা করবেন না। যাত্রাযোগ আছে, তবে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হতে পারে। শরীর ভালো থাকবে, তবে মানসিক শান্তি রক্ষা করা জরুরি। ভালো সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা। শুভ সংখ্যা: ৫   শুভ রঙ: হলুদ কর্কট (২১ জুন - ২২ জুলাই) আজ মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ কোনো কাজে মন দিন। ধ্যান, যোগ ব্যায়াম উপকারী হতে পারে। পারিবারিক দায়িত্ব কিছুটা বেড়ে যেতে পারে। আর্থিক বিষয়ে আজ না বুঝে খরচ না করাই ভালো। প্রেমের ক্ষেত্রে দূরত্ব তৈরি হতে পারে, সতর্ক থাকুন। ভালো সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা। শুভ সংখ্যা: ২   শুভ রঙ: সাদা সিংহ (২৩ জুলাই - ২২ আগস্ট) আজ আপনি নিজের মেধা ও নেতৃত্ব দিয়ে আশপাশের মানুষকে প্রভাবিত করতে পারবেন। কর্মক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। পুরোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, যা আনন্দ দেবে। প্রেমে নতুন উদ্দীপনা আসতে পারে। আত্মবিশ্বাস আজ আপনার প্রধান অস্ত্র। ভালো সময়: সকাল ১১টা থেকে দুপুর ১টা। শুভ সংখ্যা: ১    শুভ রঙ: সোনালি কন্যা (২৩ আগস্ট - ২২ সেপ্টেম্বর) ছাত্রছাত্রীদের জন্য আজকের দিন শুভ। নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে। চাকরিপ্রার্থীদের জন্য চাকরির সন্ধানে সাফল্য আসতে পারে। যারা লেখালেখি বা গবেষণার সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি খুব ফলপ্রদ হবে। স্বাস্থ্য ভালো থাকবে তবে হজমজনিত সমস্যা হতে পারে। ভালো সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা। শুভ সংখ্যা: ৭   শুভ রঙ: নীল তুলা (২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর) দাম্পত্য জীবনে ছোটখাটো দ্বন্দ্ব তৈরি হতে পারে, তবে কৌশলী ব্যবহার আপনার সম্পর্ক রক্ষা করবে। সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বাড়তে পারে। অর্থনৈতিক পরিকল্পনা ভালোভাবে করতে পারলে আগামী দিনে বড় সুবিধা পাবেন। মানসিক চাপ কমাতে পরিবারের সঙ্গে সময় কাটান। ভালো সময়: বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত। শুভ সংখ্যা: ৪   শুভ রঙ: গোলাপি বৃশ্চিক (২৩ অক্টোবর - ২১ নভেম্বর) কোনো গোপন বিষয় আজ প্রকাশ পেতে পারে, যা আপনাকে কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে। তবে ধৈর্য ও যুক্তিবোধ দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবেন। আজ নিজেকে একটু গুটিয়ে রাখলে ভালো। শত্রুপক্ষ সক্রিয় থাকলেও আপনি নিরাপদে থাকবেন। ভালো সময়: সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত। শুভ সংখ্যা: ৮   শুভ রঙ: বেগুনি ধনু (২২ নভেম্বর - ২১ ডিসেম্বর) আজ আপনার মধ্যে সৃজনশীলতার জোয়ার আসবে। যারা শিল্প, সংগীত বা মিডিয়া জগতে রয়েছেন, তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। সন্তানসন্ততির বিষয়ে আজ সুখবর পেতে পারেন। অবিবাহিতদের জন্য আজ বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। ভালো সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। শুভ সংখ্যা: ৩   শুভ রঙ: কমলা মকর (২২ ডিসেম্বর - ১৯ জানুয়ারি) মকর রাশির জাতকদের জন্য আজ দিনের শুরুতেই কিছু চাপ আসতে পারে, তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। যারা সম্পত্তি বা গৃহনির্মাণের চিন্তায় রয়েছেন, তাদের জন্য শুভ সময়। পারিবারিক দায়িত্ব আজ কিছুটা চাপ তৈরি করতে পারে। বিশ্রাম দরকার। ভালো সময়: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত। শুভ সংখ্যা: ১০   শুভ রঙ: ধূসর কুম্ভ (২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি) আজ যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ আসবে। ভাইবোনদের সহায়তায় বড় কোনো সমস্যা মিটে যেতে পারে। প্রযুক্তি, গণমাধ্যম বা লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজ বিশেষভাবে শুভ। প্রেমের ক্ষেত্রেও ভালো সময় চলছে। ভালো সময়: দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত। শুভ সংখ্যা: ১১   শুভ রঙ: আকাশি মীন (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) আজ আপনি অতীতের কোনো ভুল সংশোধনের সুযোগ পাবেন। মানসিক প্রশান্তি পেতে আত্মসমীক্ষা করুন। যারা লেখালেখি, ছবি আঁকা বা কাব্যচর্চার সঙ্গে যুক্ত, তাদের জন্য আজ বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক হবে। বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। ভালো সময়: রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত। শুভ সংখ্যা: ১২   শুভ রঙ: জ্যাম কালার রাশিফল কোনো গ্যারান্টি নয়, এটি একটি সম্ভাব্য পূর্বাভাস। আপনি আপনার চেষ্টা, মনোযোগ ও বাস্তবতাকে গুরুত্ব দিয়ে দিনটিকে আরও সুন্দর করে তুলতে পারেন।
Read Entire Article