১৭ বছর পর টটেনহ্যামকে শিরোপার স্বাদ দিয়েছেন দলটির কোচ অ্যাঞ্জ পস্তেকগ্লু। তবে শিরোপা জয়ের দুই সপ্তাহ পরেই চাকরি হারালেন অ্যাঞ্জ পস্তেকগ্লু। আজ (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তাকে চাকরি থেকে অব্যহতি দেয়ার কথা জানিয়েছে ক্লাবটি।
ফেসবুক পোস্টে ক্লাবটি জানিয়েছে, দলের পারফরম্যান্স রিভিউয়ের ওপর ভিত্তি করে কোচের দায়িত্ব থেকে অ্যাঞ্জ পস্তেকগ্লুকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। এই পোস্ট... বিস্তারিত