১৭ বছর রাজনী‌তি‌তে অ‌নেক কষ্ট করেছি: আন্দা‌লিভ রহমান পার্থ

2 days ago 9

বাংলাদেশ জাতীয় পা‌র্টির (বি‌জে‌পি) চেয়ারম্যান আন্দা‌লিব রহমান পার্থ ব‌লে‌ছেন, আমরা রাজনী‌তি‌তে অ‌নেক কষ্ট ক‌রে‌ছি গত ১৭ বছর। আল্লাহ চাইলে আগামী‌তে সু‌দিন আস‌বে আমা‌দের। ত‌বে সেসময় আমরা যা‌তে কেউ অহংকা‌রী না হ‌য়ে যাই।

রোববার (৬ এপ্রিল) বি‌কে‌লে ভোলা শহ‌রের উকিলপাড়ায় নিজ বাসায় মিলাদ মাহ‌ফিল ও দোয়া অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

আন্দা‌লিভ রহমান পার্থর বাবা সা‌বেক মন্ত্রী ও ঢাকা সি‌টি ক‌রপোরেশ‌নের সা‌বেক মেয়র না‌জিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবা‌র্ষিকী‌ উপলক্ষে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় পার্থ আরও ব‌লেন, ‘আমরা বড় নেতার চে‌য়ে ভা‌লো মানুষ হ‌য়ে যেন পৃথিবীতে থে‌কে যে‌তে পা‌রি—এই দোয়াই কর‌বেন সবাই।’

অনুষ্ঠা‌নে বি‌জে‌পির অঙ্গসংগঠ‌নসহ বি‌ভিন্ন রাজনৈতিক দ‌লের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

জু‌য়েল সাহা বিকাশ/এসআর/জিকেএস

Read Entire Article