‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

3 hours ago 4
লক্ষ্মীপুর পৌর বাজার স্বর্ণ ব্যবসায়ী কমিটির নেতারা বলেছেন, ‘বিগত ১৭ বছরে আতঙ্কের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হয়েছে লক্ষ্মীপুরের স্বর্ণ ব্যবসায়ীদের। এ সময়ে অনেকে ব্যবসা ছেড়ে ভারতে চলে গেছেন।’ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভায় ব্যবসায়ী নেতারা এ কথা বলেন। এ সময় তিন স্বর্ণ ব্যবসায়ীকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। কমিটির সভাপতি অপূর্ব লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপদেষ্টা দিলিপ কুমার সাহা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বাজুসের সভাপতি সমির কর্মকার। বিশেষ অতিথি ছিলেন বাজুসের সাধারণ সম্পাদক শ্রী পরেশ কর্মকার, সাবেক সভাপতি হরিহর পাল, বিশেষ বক্তা ছিলেন পৌর বাজার স্বর্ণ ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুরি, সহ-সভাপতি শ্রী লিটন কর্মকার, সহ-সাধারণ সম্পাদক অজয় রায় প্রমুখ। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে অনেক স্বর্ণ ব্যবসায়ী প্রাণ দিয়েছেন। দেশে পরিবর্তন এসেছে। বিগত ১৭ বছর ব্যবসায় আতঙ্কিত পরিবেশে কাটালেও এখন আর সেই আতঙ্ক নেই। সবাই নির্ভয়ে স্বর্ণ ব্যবসা করে যাচ্ছে। লক্ষ্মীপুরে বড় বড় স্বর্ণের দোকান খুলছে। পৌর বাজার স্বর্ণ ব্যবসায়ী কমিটির আন্তরিকতায় গেল এক বছর ভ্যাটের ঝামেলাসহ অনেক সুফল পেয়েছে সংগঠনের সদস্যরা। পরে মৃত স্বর্ণ ব্যবসায়ীদের প্রতিনিধির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একইসঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের কল্যাণে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্নমুখী পরিকল্পনার গ্রহণের কথাও জানানো হয়।
Read Entire Article