১৭ বছরের উৎসবে অ্যানালাইজেন
২০০৮ সালে নিজের অস্তিত্বের জানান দেয় অ্যানালাইজেন। এরপর খুব অল্প সময়েই ২০১৬ সালের ভেতরে অ্যানালাইজেন হয়ে উঠল বাংলাদেশে যাত্রা শুরু করা প্রথম কোনো অ্যাডভার্টাইজিং ও টেকনোলজি ফার্ম। যারা বিদেশেও নিজেদের শাখা অফিস শুরু করে। সময়ের সঙ্গে দেশের সীমানা পেরিয়েছে অ্যানালাইজেন। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, উত্তর আমেরিকাসহ বিশ্বজুড়ে ২০টিরও বেশি দেশে এখন রয়েছে অ্যানালাইজেনের ক্লায়েন্ট।
এই দীর্ঘ সময়ে অ্যানালাইজেন নার্চার করেছে ইন্ডাস্ট্রির অসংখ্য ক্রিয়েটিভ মাইন্ডকে, যারা এখন কাজ করছে দেশ-বিদেশের নামকরা বিভিন্ন কোম্পানিতে। তা ছাড়া অ্যানালাইজেন গড়ে তুলেছে দেশি-বিদেশি অসংখ্য ব্র্যান্ড। সেইসঙ্গে সফলভাবে কাজ করছে এমএন, এফএমসিজি, ব্যাংকিং, টেলিকম থেকে টেক কোম্পানিসহ ১০০+ ক্লায়েন্টের সঙ্গে। তৈরি করেছে ভার্চুয়াল দুনিয়ায় নিজের নামে নিজের ঠিকানা। analyzenbd থেকে অ্যানালাইজেন আজ analyzen.com.
আর এ উপলক্ষ্যেই আয়োজন করা হয় অ্যানালাইজেনের ১৭ বছর পূর্তির। টানা ৩ দিনের এই সেলিব্রেশন যেন হয়ে উঠেছিল এক বিশাল রিইউনিয়ন। ৩০০-এরও বেশি এক্স-অ্যানালাইজার, ক্লায়েন্ট, পার্টনার আর স্টেকহোল্ডার একসঙ্গে মেতেছে হাসি, আড্ডা আর স্মৃতিচারণে। এসেছে অসংখ্য শুভেচ্ছাবার্তাও।
১৭ বছর পূর্তিতে সবার মিলনমেলা আবারও মনে করিয়ে দিল অ্যানালাইজেনের ১৭ বছরের এই যাত্রা শুধু অ্যাডভার্টাইজিংয়ের নয়, বরং এটি একটি কমিউনিটি গড়ে তোলার গল্প। যেখানে প্রতিটি মানুষ, প্রতিটি ব্র্যান্ড আর প্রতিটি অভিজ্ঞতা মিলে তৈরি করেছে এক সুপার পাওয়ার হাউস।