১৭০ আসনে প্রার্থিতা ঘোষণা জেএসডির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৭০ আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। রোববার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকা অনুযায়ী, দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ফেনী-৩ এবং সিনিয়র সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর-৪ আসন থেকে নির্বাচন করবেন। অনুষ্ঠানে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, এবারের নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্যই হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের সংগ্রামকে বেগবান করা। রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পাশাপাশি সাংগঠনিক পুনর্গঠন ও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবেও আসন্ন নির্বাচনে অংশগ্রহণ। নির্বাচনী প্রচারের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের দাবিগুলোও জনগণের মাঝে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। তানিয়া রব বলেন, কেবল নির্বাচনে অংশগ্রহণই আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়; দীর্ঘদিন অগণতান্ত্রিক প্রক্রিয়ায় আবদ্ধ দেশবাসীকে গণতন্ত্রের সুবাতাসের স্বাদ দিতে আমরা এই প্রার্থী তালিকা প্রকাশ করলাম। মত-দ্বিমতের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক সকল

১৭০ আসনে প্রার্থিতা ঘোষণা জেএসডির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৭০ আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ফেনী-৩ এবং সিনিয়র সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর-৪ আসন থেকে নির্বাচন করবেন।

অনুষ্ঠানে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, এবারের নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্যই হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের সংগ্রামকে বেগবান করা। রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পাশাপাশি সাংগঠনিক পুনর্গঠন ও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবেও আসন্ন নির্বাচনে অংশগ্রহণ। নির্বাচনী প্রচারের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের দাবিগুলোও জনগণের মাঝে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

তানিয়া রব বলেন, কেবল নির্বাচনে অংশগ্রহণই আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়; দীর্ঘদিন অগণতান্ত্রিক প্রক্রিয়ায় আবদ্ধ দেশবাসীকে গণতন্ত্রের সুবাতাসের স্বাদ দিতে আমরা এই প্রার্থী তালিকা প্রকাশ করলাম। মত-দ্বিমতের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক সকল শক্তি যে নির্বাচনকে ঘিরে একটি সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারে, সেটির পরীক্ষাই এবারের নির্বাচনে দেখা যাবে বলে আমার বিশ্বাস।

তিনি বলেন, ফ্যাসিবাদ হটিয়ে গণতান্ত্রিক ধারায় ফেরার প্রথম ধাপই হচ্ছে এই নির্বাচন। ফলে প্রথম ধাপ পার করে রাষ্ট্রের পুনর্গঠনে দল-মত নির্বিশেষে এক হয়ে চূড়ান্ত ধাপে উন্নীত হবে, এমনটাই আমরা বিশ্বাস করি।

এ সময় উপস্থিত ছিলেন- জেএসডির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন, অ্যাডভোকেট কে এম জাবির, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া প্রমুখ।

প্রসঙ্গত, জেএসডি ছয়দলীয় জোট গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক দল। বিগত আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণতন্ত্র মঞ্চ বিএনপির নেতৃত্বে রাজপথে যুগপৎ আন্দোলনে শামিল ছিল। নির্বাচন সামনে রেখে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ইতোমধ্যে বিএনপির কাছে ৪০ জনের প্রার্থী তালিকা জমা দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি আসনে বিএনপির সাথে সমঝোতা হতে পারে মঞ্চের। 

জানা গেছে, জেএসডির পক্ষ থেকে বিএনপির কাছে আসম আব্দুর রবের সহধর্মিণী তানিয়া রবের জন্য লক্ষ্মীপুর-৪ আসনটি জোরালোভাবে চাওয়া হয়েছে। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে জেএসডির সভাপতি আসম আব্দুর রবের জন্য লক্ষ্মীপুর-৪ সহ মোট চারটি আসন ছেড়েছিল বিএনপি। শারীরিকভাবে অসুস্থ থাকায় এবার নির্বাচন করছেন না আসম রব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow