মাত্র চার বছর বয়সে রোসারিও সেন্ট্রালের একাডেমিতে পা রাখা, এরপর দীর্ঘ পথচলা—অবশেষে সেই শৈশবের ক্লাবেই ফিরলেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। ১৮ বছর ইউরোপের নামী-দামি ক্লাবে খেলাধুলা শেষে এবার নিজের শিকড়ে ফিরে এসেছেন তিনি। ক্লাবের জার্সি হাতে রোসারিও সেন্ট্রালের পরিচিতি অনুষ্ঠানে আবেগে ভেঙে পড়েন এই বিশ্বকাপজয়ী উইঙ্গার।
২০০৫ সালে রোসারিও সেন্ট্রালের সিনিয়র দলে অভিষেক হয়েছিল ডি... বিস্তারিত