১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ

3 hours ago 4

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠু হয় সেজন্য এখন থেকেই কাজ শুরু করেছে পুলিশ। একইসঙ্গে ২০১৮ সালের নির্বাচনের পুলিশের ‘কলঙ্ক’ মোচনের জন্যও এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন তারা।

শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে পুলিশ কাজ শুরু করেছে। ২০১৮ সালের নির্বাচনে পুলিশ যে কলঙ্কিত হয়েছিল সেই কলঙ্ক মোচনের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। এজন্য আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে।

তিনি বলেন, সর্বজনগ্রাহ্য, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন দেশে-বিদেশে সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে। নিরপেক্ষ একটি নির্বাচন আমাদের দেশে অতি জরুরি।

সাজ্জাত আলী বলেন, গত বছরের ৫ আগস্টের পর পুলিশের মনোনল ভেঙে পড়ে। তবে সম্মিলিত প্রচেষ্টায় সেই মনোবল ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

ক্রাইম রিপোর্টারদের উদ্দেশ করে ডিএমপি কমিশনার বলেন, ক্রাইম রিপোর্টাদের কাজ আর পুলিশের কাজ প্রায় একই।তারা আমাদের সহকর্মী। ডিএমপি সবসময় ক্র‍্যাবের পাশে থাকবে।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ক্র্যাব সদস্যদের কৃতি সন্তানদের মাঝে ক্রেস্ট তুলে দেন ডিএমপি কমিশনার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমএম বাদশা।

এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্র্যাব কার্যালয়ে কেক কাটার পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিকেলে সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জনপ্রিয় শিল্পী আসিফ আকবর গান পরিবেশন করেন।

টিটি/কেএইচকে/এএসএম

Read Entire Article