অস্ত্র, ডাকাতি, মাদকসহ একাধিক ওয়ারেন্টভুক্ত এবং অন্তত ১৯ টি মামলার আসামি মো. আমির হোসেন প্রকাশ জীবনকে (২৯) ৮ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
তার পিতার নাম মো. আবুল হোসেন। তার বাড়ি চট্টগ্রামের হালিশহরের ঈদঁগা বড়পুকুর পাড়ে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) র্যাব-৭ এ তথ্য জানিয়েছে।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওয়ারেন্টভুক্ত আসামি মো. আমির হোসেন চট্টগ্রাম জেলার সীতাকুন্ডের ফকিরহাট এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল গত ১৮ ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে আমির হোসেনকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং নিজেকে পলাতক আসামি হিসেবে স্বীকার করে। এছাড়াও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী থেকে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে এবং সর্বশেষ নিজ এলাকায় অবস্থান করে আসছিল বলেও জানায় আমির হোসেন।
উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তার আসামি মো. আমির হোসেন প্রকাশ জীবনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা এবং ডাকাতিসহ সর্বমোট ১৯টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর হালিশহর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।