২০ বছরের অধিক সাজা খাটা বন্দিদের মুক্তির দাবিতে মানববন্ধন

3 hours ago 4
কারাবিধির ৫৬৯ ধারায় ২০ বছরের অধিক সাজা খাটা বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন।  শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বন্দিদের পরিবারের সদস্যরা মানববন্ধন করেন। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইদরীস সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নেতারা বলেন, স্বৈরাচারের আমলে প্রহসনমূলক বিচারের মাধ্যমে অনেক নিরপরাধ ব্যক্তিদের কেউ দীর্ঘমেয়াদি সাজা প্রদান করা হয়েছে এবং বন্দিরাও ২০বছরের অধিক সময় ধরে তারা সাজা খেটেছেন। স্বৈরাচারমুক্ত এই নতুন স্বাধীন দেশে সরকারের উচিত এই বন্দিদেরকে বিশেষ বিবেচনায় মুক্তির ব্যবস্থা করা এবং নতুন স্বাধীন দেশে স্বাধীনতার প্রতিফলন ঘটানো। মানববন্ধনে বক্তাগণ জুলাইয়ের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। এতে প্রধান বক্তা ছিলেন, কারামুক্তি আন্দোলনের সেক্রেটারি মো. শফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, কারামুক্তি আন্দোলনের আইনি সহায়তা বিভাগের প্রধান আলতাফ হোসেন ও তথ্য ও গবেষণা বিভাগের প্রধান মাওলানা মো. ইসহাক খান। এ ছাড়াও ভুক্তভোগী পরিবারের পক্ষে কথা বলেন- মো. রিপন, রনি, মেহেদি, মমিনুল হক।  
Read Entire Article