২০ বল করার জন্য ৩৪ হাজার কিলোমিটার উড়ে যাচ্ছেন অজি স্পিনার

2 weeks ago 9

মাত্র ২০ বল করার জন্যই লন্ডনে উড়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা! অস্ট্রেলিয়ান এই লেগস্পিনারকে শেষ মুহূর্তে ডাক দিয়েছে ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেডের ফাইনালিস্ট ওভাল ইনভিনসিবলস, রশিদ খানের বদলে নেওয়া হচ্ছে তাকে।

এমন ডাক অবশ্য চাইলেও ফেলতে পারেন না জাম্পা। ইনভিনসিবলসের হয়ে গত দুই মৌসুমে টানা শিরোপা জিতেছেন তিনি। বিশেষ করে ২০২৪ সালে মাত্র ৯ ম্যাচে ১৯ উইকেট নিয়ে দলের অন্যতম ভরসা ছিলেন। তাই কোচ টম মুডি স্পষ্ট জানিয়ে দিয়েছেন— ‘আমাদের দরকার জাম্পা, সে এই দলের সঙ্গে মানানসই।’

কিন্তু শর্তটা বেশ কঠিন। হান্ড্রেডে একজন বোলারের সর্বোচ্চ ২০ বল করার সুযোগ থাকে। অর্থাৎ ৩৪ হাজার কিলোমিটার ভ্রমণের পর লর্ডসে নামতে হবে মাত্র ২০ বলের জন্য।

তবু জাম্পার জন্য এটা যেন পুরোনো ঠিকানায় ফেরার মতো। ইনভিনসিবলস এবারও শীর্ষে থেকে ফাইনালে উঠেছে, প্রতিপক্ষ ট্রেন্ট রকেটস অথবা নর্দার্ন সুপারচার্জার্স। আর লর্ডসে সেই ফাইনালেই আবার দেখা যাবে অজি তারকাকে।

অবশ্য এই ফাইনালের পর আবারও ব্যস্ত সময় অপেক্ষা করছে তার জন্য। অক্টোবরের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে হবে অস্ট্রেলিয়ার হয়ে।

Read Entire Article