‘২০০৪ সালে কেঁদেছিলাম, এবারো একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো’

অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর ফাইনালে সেনেগাল ১-০ ব্যবধানে স্বাগতিক মরক্কোকে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জিতেছে। রাতে অনুষ্ঠিত ফাইনালের পর রাজধানী রাবাতের প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়াম থেকে চরম হতাশায় বেরিয়ে যান মরক্কোর সমর্থকরা। ঠান্ডা ও বৃষ্টিভেজা রাতে চূড়ান্ত বাঁশি বাজার আগেই ‘অ্যাটলাস লায়ন্স’-এর অনেক সমর্থক গ্যালারি ছাড়তে শুরু করেন। ফাইনাল শেষে ৩০ বছর বয়সী ইসমাইল কোরাজ বলেন, ‘২০০৪ সালে তিউনিসিয়ার বিপক্ষে ফাইনালে আমরা কেঁদেছিলাম, এবারও একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো। এটা মেনে নেওয়া খুব কঠিন।’ রাবাতের কেন্দ্রস্থলে মরক্কোর পতাকায় সাজানো একটি ক্যাফেতেও এই হার ছিল বড় ধাক্কার। তবু ৩২ বছর বয়সী  ফুটবল ভক্ত লাইলা বুরেজমা বলেন, ‘মরক্কো মাথা উঁচু করেই হেরেছে। এই পরাজয় আমাদের তিক্ততা দিয়েছে, কিন্তু আমাদের খেলোয়াড়রা সর্বস্ব দিয়েছে।’ মরক্কোর ফুটবলের আরেক ভক্ত ওমাইমা বুকরাব বলেন, ‘পুরো টুর্নামেন্ট জুড়ে মরক্কো দারুণ ফুটবল খেলেছে। খেলোয়াড়রা অসাধারণ ছিল। আমরা তাদের কুর্নিশ জানাই এবং তাদের নিয়ে গর্বিত।’ ম্যাচের শেষ মুহূর্তে একটি বিতর্কিত পেনাল্টি পেয়ে উত্তর আফ্রিকার দলটি ৫০ বছরের অপেক্ষার অবসা

‘২০০৪ সালে কেঁদেছিলাম, এবারো একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো’
অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর ফাইনালে সেনেগাল ১-০ ব্যবধানে স্বাগতিক মরক্কোকে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জিতেছে। রাতে অনুষ্ঠিত ফাইনালের পর রাজধানী রাবাতের প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়াম থেকে চরম হতাশায় বেরিয়ে যান মরক্কোর সমর্থকরা। ঠান্ডা ও বৃষ্টিভেজা রাতে চূড়ান্ত বাঁশি বাজার আগেই ‘অ্যাটলাস লায়ন্স’-এর অনেক সমর্থক গ্যালারি ছাড়তে শুরু করেন। ফাইনাল শেষে ৩০ বছর বয়সী ইসমাইল কোরাজ বলেন, ‘২০০৪ সালে তিউনিসিয়ার বিপক্ষে ফাইনালে আমরা কেঁদেছিলাম, এবারও একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো। এটা মেনে নেওয়া খুব কঠিন।’ রাবাতের কেন্দ্রস্থলে মরক্কোর পতাকায় সাজানো একটি ক্যাফেতেও এই হার ছিল বড় ধাক্কার। তবু ৩২ বছর বয়সী  ফুটবল ভক্ত লাইলা বুরেজমা বলেন, ‘মরক্কো মাথা উঁচু করেই হেরেছে। এই পরাজয় আমাদের তিক্ততা দিয়েছে, কিন্তু আমাদের খেলোয়াড়রা সর্বস্ব দিয়েছে।’ মরক্কোর ফুটবলের আরেক ভক্ত ওমাইমা বুকরাব বলেন, ‘পুরো টুর্নামেন্ট জুড়ে মরক্কো দারুণ ফুটবল খেলেছে। খেলোয়াড়রা অসাধারণ ছিল। আমরা তাদের কুর্নিশ জানাই এবং তাদের নিয়ে গর্বিত।’ ম্যাচের শেষ মুহূর্তে একটি বিতর্কিত পেনাল্টি পেয়ে উত্তর আফ্রিকার দলটি ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রফি জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে সেনেগালের গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি সহজেই ব্রাহিম দিয়াসের দুঃসাহসী শট ঠেকিয়ে দেন। পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে গেলে ম্যাচ প্রায় ২০ মিনিটের জন্য বন্ধ ছিল। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে পেপ গোয়ের গোলে এগিয়ে যায় সেনেগাল। ম্যাচের একমাত্র গোলটি স্বাগতিক দর্শকদের হতবাক করে দেয়। আর এতেই ১৯৭৬ সালের পর প্রথমবারের মতো শিরোপা জয়ের মরক্কোর স্বপ্ন ভেঙে যায়। ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে উল্লাস করেন সেনেগালের সমর্থকরা। ২০২১ সালের পর এটি তাদের দ্বিতীয় শিরোপা।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow