২০২৪ সালে টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি রিশাদ

3 months ago 34

বল হাতে চমৎকার সময় কাটাচ্ছেন রিশাদ হোসেন। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছেন বাংলাদেশি এই লেগস্পিনার। বিশ্বকাপে টাইগারদের ৩ জয়ের দুটিতেই ট্রাম্পকার্ড হয়ে এসেছিলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন রিশাদ। ওই ম্যাচে লঙ্কানদের ১২৪ আটকে দিয়ে বাংলাদেশ জয় পেয়েছিল ২ উইকেটে।

এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ১৫৯ রানের পুঁজি নিয়েও হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তখনই বোলিংয়ে এসে ব্রেকথ্রু এনে দেন রিশাদ। ওই ম্যাচে ৩৩ রান দিয়ে ৩ ডাচ ব্যাটারকে ফেরান এই লেগি। বাংলাদেশ জয় পায় ২৫ রানে।

চলতি বছর এখন পর্যন্ত ১৫ ইনিংসে মোট ২৩ উইকেট শিকার করেছেন রিশাদ। যা এই বছরে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। রিশাদের সমান ২৩ উইকেট শিকার করেছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিও। তবে এই উইকেট শিকার করতে পাক পেসার খেলেছেন ১২ ইনিংস।

এই তালিকায় তৃতীয়্স্থানে আছে বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমান। ১২ ইনিংসে বাঁহাতি এই টাইগার পেসার নিয়েছেন ২১ উইকেট। ১৩ ইনিংসে ২০ উইকেট নিয়ে চতুর্থ অবস্থানে আছেন ওমানের অফস্পিনার আকিব ইলিয়াস।

এমএইচ/জিকেএস

Read Entire Article