২০২৫ সালের জন্য স্থগিত লঙ্কা প্রিমিয়ার লিগ

2 hours ago 3

বছরের শুরুতে একবার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) স্থগিত করা হয়েছিল। কথা ছিল, বছরের শেষ অংশে অনুষ্ঠিত হওয়ার; কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ঘোষণা করেছে, ২০২৫ সালের লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে না। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতি আরও ভালোভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বকাপের জন্য আগেভাগে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তা বিবেচনা করে ২০২৫ এলপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এলপিএল ২০২৫ মূলত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৭ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত, তিনটি ভেন্যুতে— কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলা। তবে এখন বোর্ড টুর্নামেন্টটি অন্য সময়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে স্টেডিয়ামগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত করা যায় বিশ্বকাপের জন্য।

আইসিসির নির্দেশনা অনুযায়ী, বিশ্বকাপের সব ভেন্যুকে নিখুঁতভাবে প্রস্তুত রাখতে হবে। এজন্য বোর্ড স্টেডিয়াম ও আশপাশের অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত শেষ করতে চায়।

কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামের সংস্কার কাজ নারী বিশ্বকাপ চলাকালে সাময়িকভাবে বন্ধ ছিল। এসএলসি জানিয়েছে, নির্ধারিত ম্যাচগুলো শেষ হলেই সংস্কার কাজ আবার শুরু হবে।

এলপিএলর আগের দুটি আসর (২০২৩ ও ২০২৪) অনুষ্ঠিত হয়েছিল জুলাই-আগস্ট মাসে, তবে এই বছর বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের (ফেব্রুয়ারি ২০২৬) প্রস্তুতির কথা মাথায় রেখে পরে আয়োজনের পরিকল্পনা করেছিল।

এছাড়াও আলোচনা চলছে এলপিএলে ষষ্ঠ দল অন্তর্ভুক্ত করার বিষয়ে। প্রথম পাঁচ আসরে কলম্বো, গলে, ক্যান্ডি, ডাম্বুলা ও জাফনা — এই পাঁচ দল অংশ নেয়। তবে এ বছর বোর্ড জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্সের ফ্র্যাঞ্চাইজি বাতিল করেছে, কারণ তারা চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত নতুন মালিকদের নাম ঘোষণা করা হয়নি।

আইএইচএস/

Read Entire Article