জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের মধ্যেই হতে হবে। এরই মধ্যে সকল সংস্কার শেষ করতে হবে। আশা করি প্রধান উপদেষ্টা সংস্কার শেষ করেই জাতীয় নির্বাচনের ঘোষণা দেবেন।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে পাইলট হাইস্কুল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত যুব সম্মেলনে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ডা. তাহের বলেন, ইতিহাস বলে ফ্যাসিবাদরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না। তাই শেখ হাসিনাও আর বাংলার মাটিতে ফিরে আসবেন না।
তিনি বলেন, আগামীতে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে দেখতে চায় জামায়াত। আমরা ক্ষমতায় এলে কারও ওপরে জুলুম করবো না। দেশের সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে থাকবো।
উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবুল হাসানাত মু. আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহাজাহানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।
জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম