২০২৬ সাল নিয়ে বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী

বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে আবার আলোচনায় এসেছেন বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা। তার অনুসারীদের দাবি, বহু বছর আগে তিনি সতর্ক করে বলেছিলেন—২০২৬ সাল পৃথিবীর জন্য যুদ্ধ ও ধ্বংসের বছর হতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাবা ভাঙ্গা ২০২৬ সালে বড় শক্তিগুলোর সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। একই সঙ্গে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কথাও তিনি উল্লেখ করেছিলেন বলে দাবি করা হয়। সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্কের অবনতি ও ইউরোপীয় নিরাপত্তা সংকটের মতো ঘটনাগুলোর সঙ্গে এসব কথিত ভবিষ্যদ্বাণী মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। টিকটক, এক্স ও ইউটিউবে এসব বিষয় নিয়ে নানা ভিডিও ছড়িয়ে পড়েছে। বাবা ভাঙ্গার প্রকৃত নাম ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা গুশতেরোভা। ১৯১১ সালে জন্ম নেওয়া এই নারী ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান। তার অনুসারীদের মতে, এরপর থেকেই তিনি ভবিষ্যৎ দেখার ক্ষমতা অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা যান। অনেকে দাবি করেন, যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলা

২০২৬ সাল নিয়ে বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী
বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে আবার আলোচনায় এসেছেন বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা। তার অনুসারীদের দাবি, বহু বছর আগে তিনি সতর্ক করে বলেছিলেন—২০২৬ সাল পৃথিবীর জন্য যুদ্ধ ও ধ্বংসের বছর হতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাবা ভাঙ্গা ২০২৬ সালে বড় শক্তিগুলোর সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। একই সঙ্গে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কথাও তিনি উল্লেখ করেছিলেন বলে দাবি করা হয়। সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্কের অবনতি ও ইউরোপীয় নিরাপত্তা সংকটের মতো ঘটনাগুলোর সঙ্গে এসব কথিত ভবিষ্যদ্বাণী মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। টিকটক, এক্স ও ইউটিউবে এসব বিষয় নিয়ে নানা ভিডিও ছড়িয়ে পড়েছে। বাবা ভাঙ্গার প্রকৃত নাম ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা গুশতেরোভা। ১৯১১ সালে জন্ম নেওয়া এই নারী ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান। তার অনুসারীদের মতে, এরপর থেকেই তিনি ভবিষ্যৎ দেখার ক্ষমতা অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা যান। অনেকে দাবি করেন, যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো কিছু ঘটনা তিনি আগেই আঁচ করতে পেরেছিলেন। তবে বিশ্লেষকেরা বলছেন, বাবা ভাঙ্গার কথিত ভবিষ্যদ্বাণীগুলোর পক্ষে কোনো বৈজ্ঞানিক বা প্রামাণ্য প্রমাণ নেই। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক সংকট ও অনিশ্চয়তার সময় মানুষের অজানা ভবিষ্যৎ জানার কৌতূহল থেকেই এসব ভবিষ্যদ্বাণী নতুন করে আলোচনায় আসে। এগুলোকে আসন্ন যুদ্ধ বা ধ্বংসের নিশ্চিত বার্তা হিসেবে দেখার সুযোগ নেই। সূত্র : গালফ নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow