২০২৬ সালে ঘরের মাঠে বাংলাদেশের যেসব সিরিজ

২০২৬ সাল হয়ে উঠতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এক বিশেষ বছর। টানা প্রায় এগারো মাস জুড়ে বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে ঘরের মাঠে সিরিজ—এমন জমজমাট সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ—পাঁচ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তিন ফরম্যাটেই লড়বে টাইগাররা। বিসিবি নিশ্চিত করেছে, দর্শকদের কথা মাথায় রেখে সারা বছরজুড়ে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা হবে, আর ভেন্যুর চূড়ান্ত তালিকা জানানো হবে পরবর্তীতে। পূর্ণাঙ্গ সূচি এক নজরে পাকিস্তান সিরিজ – মার্চ ২০২৬ (ওডিআই) ১২ মার্চ – ১ম ওয়ানডে ১৪ মার্চ – ২য় ওয়ানডে ১৬ মার্চ – ৩য় ওয়ানডে নিউজিল্যান্ড সিরিজ – এপ্রিল–মে ২০২৬ (ওডিআই ও টি–টোয়েন্টি) ১৭, ২০ ও ২৩ এপ্রিল – তিন ওয়ানডে ২৭, ২৯ এপ্রিল ও ২ মে – তিন টি–টোয়েন্টি পাকিস্তানের দ্বিতীয় সফর – মে ২০২৬ (টেস্ট) ৮–১২ মে – প্রথম টেস্ট ১৬–২০ মে – দ্বিতীয় টেস্ট অস্ট্রেলিয়া সিরিজ – জুন ২০২৬ (ওডিআই ও টি–টোয়েন্টি) ৫, ৮ ও ১১ জুন – তিন ওয়ানডে ১৫, ১৮ ও ২০ জুন – তিন টি–টোয়েন্টি ভারত সিরিজ – আগস্ট–সেপ্টেম্বর ২০২৬ (ওডিআই ও টি–টোয়েন্টি) ১, ৩ ও

২০২৬ সালে ঘরের মাঠে বাংলাদেশের যেসব সিরিজ
২০২৬ সাল হয়ে উঠতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এক বিশেষ বছর। টানা প্রায় এগারো মাস জুড়ে বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে ঘরের মাঠে সিরিজ—এমন জমজমাট সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ—পাঁচ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তিন ফরম্যাটেই লড়বে টাইগাররা। বিসিবি নিশ্চিত করেছে, দর্শকদের কথা মাথায় রেখে সারা বছরজুড়ে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা হবে, আর ভেন্যুর চূড়ান্ত তালিকা জানানো হবে পরবর্তীতে। পূর্ণাঙ্গ সূচি এক নজরে পাকিস্তান সিরিজ – মার্চ ২০২৬ (ওডিআই) ১২ মার্চ – ১ম ওয়ানডে ১৪ মার্চ – ২য় ওয়ানডে ১৬ মার্চ – ৩য় ওয়ানডে নিউজিল্যান্ড সিরিজ – এপ্রিল–মে ২০২৬ (ওডিআই ও টি–টোয়েন্টি) ১৭, ২০ ও ২৩ এপ্রিল – তিন ওয়ানডে ২৭, ২৯ এপ্রিল ও ২ মে – তিন টি–টোয়েন্টি পাকিস্তানের দ্বিতীয় সফর – মে ২০২৬ (টেস্ট) ৮–১২ মে – প্রথম টেস্ট ১৬–২০ মে – দ্বিতীয় টেস্ট অস্ট্রেলিয়া সিরিজ – জুন ২০২৬ (ওডিআই ও টি–টোয়েন্টি) ৫, ৮ ও ১১ জুন – তিন ওয়ানডে ১৫, ১৮ ও ২০ জুন – তিন টি–টোয়েন্টি ভারত সিরিজ – আগস্ট–সেপ্টেম্বর ২০২৬ (ওডিআই ও টি–টোয়েন্টি) ১, ৩ ও ৬ সেপ্টেম্বর – তিন ওয়ানডে ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর – তিন টি–টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ – অক্টোবর–নভেম্বর ২০২৬ (টেস্ট) ২৮ অক্টোবর–১ নভেম্বর – প্রথম টেস্ট ৫–৯ নভেম্বর – দ্বিতীয় টেস্ট এ ছাড়া মে ২০২৬–এ বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে শ্রীলঙ্কা ‘এ’ দল খেলবে দুইটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ। দীর্ঘদিন ধরেই দর্শকের চাহিদা ছিল ঘরের মাঠে ধারাবাহিক বড় প্রতিপক্ষের উপস্থিতি নিশ্চিত করা। ২০২৬ সালের এই বিস্তৃত সূচি নিশ্চিতভাবেই সে প্রত্যাশা পূরণ করছে—একদিকে প্রস্তুতি, অন্যদিকে ক্রিকেট–উৎসব; টাইগারভক্তদের জন্য এটি হতে পারে স্বপ্নের বছর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow