২১ দিন পর চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি শুরু

3 weeks ago 5

২১ দিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি শুরু হয়।

এদিন জারা এন্টারপ্রাইজের ৯টি ট্রাকে ৬৭ টন বিভিন্ন জাতের বাংলাদেশি মাছ ও সুমন খান নামে এক ব্যবসায়ীর আরও এক ট্রাকে ৩ টন মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি হয়।

চাতলাপুর শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানিকারক জসিম উদ্দিন বলেন, টানা ২১ দিন এ পথে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এসময় ত্রিপুরার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলে। সবশেষ মঙ্গলবার দুপুর থেকে রপ্তানি শুরু হয়।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ভারতীয় বিক্ষোভকারীদের অবস্থানের কারণে ২৭ নভেম্বর থেকে বাংলাদেশি মাছ ভারতীয় শুল্ক স্টেশনে যেতে পারেনি। দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে সিদ্ধান্তে মঙ্গলবার থেকে ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হয়েছে।

এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে ২৭ নভেম্বর চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ৬টি ট্রাককে ত্রিপুরার কৈলাশহরের মনু শুল্ক স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি। বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেও মাছ রপ্তানি করতে পারেননি। এরপর থেকে ত্রিপুরার মনু শুল্ক স্টেশন এলাকায় অবস্থান নেন ভারতীয় বিক্ষোভকারীরা। তারা ৩ ডিসেম্বর সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশেরও চেষ্টা করেন। সবশেষ দুই দেশের ব্যবসায়ীদের আলোচনার পর মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি শুরু হয়।

ওমর ফারুক নাঈম/জেডএইচ/এমএস

Read Entire Article