২৩ কোটি রুপি মূল্যের মহিষটি দিয়ে মালিকের মাসিক আয় ৪-৫ লাখ
রাজস্থানের পুষ্কর মেলা বা উত্তরপ্রদেশের মিরাটে অল ইন্ডিয়া ফারমার্স ফেয়ার প্রতিটি কৃষি মেলাতেই একটাই নাম- আনমোল। আর হবে না কেন? তার ওজন প্রায় দেড় হাজার কেজি। প্রায় দানব আকৃতির এই মহিষই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তার আকার, বংশ পরিচয়, প্রজনন ক্ষমতার জন্য ৮ বছরের মহিষটি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও সেনসেশন হয়ে উঠেছে। শুধু তাই নয়, তার মূল্যও (২৩ কোটি রুপি) যেকোনো বিলাসবহুল গাড়ি কিংবা অভিজাত ফ্লাটের দামকেও হার মানাবে। ফলে সেদিক থেকেও দেশটির প্রাণিসম্পদ সেক্টরে গর্বের প্রতীক হয়ে উঠেছে ভারতের হরিয়ানা রাজ্যের সিরসায় জন্ম নেওয়া এই মহিষ। আনমোল